কালিয়াগঞ্জের রেড ভলান্টিয়ারসদের উদ্দ্যোগে করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে সচেতন করতে গ্রামের হাটে হাটে স্যানিটাইজ করার কাজ করছে
1 min readকালিয়াগঞ্জের রেড ভলান্টিয়ারসদের উদ্দ্যোগে করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে সচেতন করতে গ্রামের হাটে হাটে স্যানিটাইজ করার কাজ করছে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২২জুন: করোনা আবহের কারণে রাজ্য জুড়ে লকডাউন চলছে।আর সংক্রামণ কিছুটা কমতেই রাজ্য সরকার পক্ষ থেকে বিধিনিষেধের উপরে ছাড় দেওয়ায় হয়েছে।করোনা অতিমারিতে যাতে কোন মানুষের সমস্যা না হয় সেই কারণে রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করে চলেছে স্যানেটাইজ থেকে শুরু করে করোনা রোগীদের হাসপাতালে পৌছানো থেকে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ায় সহ বিভিন্ন ভাবে কাজ করে চলেছে।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জের রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা বিভিন্ন জায়গায় স্যানেটাইজ করে যেমন তেমনি স্যানিটাইজ করা কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেস ক্লাব। রেড ভলেন্টিয়ার্সের সদস্য সুজয় সাহা বলেন,সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা নিজেদের জীবনের ঝুকি নিয়ে খবর সংগ্রহ করে থাকে।পাশাপাশি কালিয়াগঞ্জ প্রেস ক্লাব করোনা আক্রান্ত দুস্থদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে।যাতে কোন সংবাদিক করোনা আক্রান্ত না হয় সেই কারণে কালিয়াগঞ্জের রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে মঙ্গলবার প্রেস ক্লাব স্যানেটাইজ করা হয়।তেমনি কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামীন হাটে হাটে গিয়ে তারা স্যানেটাইজেরের কাজ যেমন করছে তেমনি মাক্স পরিয়ে দিচ্ছে গ্রামের হাটে আসা মানুষদের।এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অনুপ জয়সোয়াল, সভাপতি সজ্জন সর্মা,অফিস সম্পাদক রাধিকারঞ্জন দেবভুতি সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।রেড ভলেন্টিয়ার্সের সদস্য নিজেদের উদ্যোগে প্রেস ক্লাবে এসে স্যানেটাইজ করে গেলো তাদে উদ্যোগকে সাধুবাদ জানায় প্রেস ক্লাবের সম্পাদক অনুপ জয়সোয়াল।