ইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে জমজমাট কর্মসূচি
1 min readইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে জমজমাট কর্মসূচি
বিশ্ব যোগ দিবসকে কেন্দ্র করে সোমবার সাতসকালেই সূর্যোদয়ের আগে জমজমাট এই বিশেষ দিনের কর্মসূচি। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে বসেছিল এমনই এক আসর। সেখানে ইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে এবং ইসলামপুর যোগসাধনা কেন্দ্রের সহযোগিতায় এক বিশেষ প্রশিক্ষণ শিবির চলে।
প্রশিক্ষণ দেন যোগ বিশেষজ্ঞ প্রভাত দাস। কোন কোন যোগ ব্যায়ামের মাধ্যমে কিভাবে রোগ নিরাময় সম্ভব সে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি এবং প্রতিদিন যোগাভ্যাস এর মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার পরামর্শ দেন। নিয়মিত এই অভ্যাস করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও প্রশিক্ষণে সবাইকে সে কথাই বলেন তিনি।সেখানে উপস্থিত ছিলেন আশ্রমের সহ সভাপতি দিলীপ আইচ ও সম্পাদক শীর্ষেন্দু মজুমদার সহ আরো অন্যান্য সদস্যরা। অন্যদিকে নন্দঝাড় ছাত্রসমাজের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এদিন সকালে স্থানীয় নন্দঝাড় হাই স্কুল চত্বরের সবুজ গালিচায় বসেছিল যোগ শিবির। রাম ভরস দাসের তত্ত্বাবধানে ওই শিবিরে অংশগ্রহণ করে এলাকার পড়ুয়াদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। আয়োজক সংস্থার সম্পাদক চন্দন পাল জানান, তারা নিয়মিত সেখানে যোগ অভ্যাস করেন এবং প্রতি বছর এই বিশেষ দিনটি একটু অন্যরকমভাবে পালন করা হয় সকলকে উৎসাহ প্রদানের জন্য। তবে গ্রামীণ এলাকা হলেও প্রত্যেকেই বাড়িতে বাড়িতে নিয়মিত যোগ চর্চা করেন বলেও জানিয়েছেন তিনি।