January 11, 2025

কালিয়াগঞ্জে”পাশে থাকার অঙ্গীকার”এর উদ্যোগে মঙ্গলবার কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপিতা কার্তিক পাল নরসুন্দর,রজক সম্প্রদায় ও পুরোহিত সম্প্রদায়দের খাদ্য স্যমগ্রী বিতরণ করতে এগিয়ে এলেন

1 min read

কালিয়াগঞ্জে”পাশে থাকার অঙ্গীকার”এর উদ্যোগে  কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপিতা কার্তিক পাল নরসুন্দর,রজক সম্প্রদায় ও পুরোহিত সম্প্রদায়দের খাদ্য স্যমগ্রী বিতরণ করতে এগিয়ে এলেন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫জুন:কোভিডের দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের বিধিনিষেধ যখন মানুষদের আয়ের পথ বন্ধ করে দিয়ে দরিদ্র মানুষদের হত দরিদ্রে পরিনত করার পথে ধীরে ধীরে এগোচ্ছে নরসুন্দর সমাজ,রজক সম্প্রদায়ের সাথে সাথে পুরোহিত সমাজ।ঠিক সেই সময় তাদের সামনে সমস্যা সমাধানে ত্রাতা হিসাবে এগিয়ে এলো ” পাশে থাকার অঙ্গীকার” নামে

প্রাক্তন পৌর পিতা কার্তিক পালের নেতৃত্বে এই সমাজ সেবার মহা ব্রত নিয়ে।মঙ্গলবার কার্তিক পালের শেঠকলোনির নিজস্ব বাসভবনে পৌর এলাকার ১১৫জন নরসুন্দরকে,৩৬জন রজক সম্প্রদায়ের মানুষকে এবং ৭৫ জন পুরোহিতকে সরকারি বিধি নিষেধ মেনে নিজে দাঁড়িয়ে থেকে যথাসাধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্য সামগ্রী পেয়ে নরসুন্দর সমাজ রজক সমাজ ও

পুরোহিত সমাজের মোট ২২৬জন খাদ্য সামগ্রী গ্রহীতারা সবাই প্রচন্ড খুশি বলে জানান।তাদের সবারই একই বক্তব্য এই দুঃসময়ে তাদের পাশে যে ভাবে কালিয়াগঞ্জের প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল দাঁড়িয়েছেন সেই কারণে তাকে অভিনন্দন জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *