কালিয়াগঞ্জে গঠিত হল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ন ও উন্নয়ন কমিটি-
1 min readকালিয়াগঞ্জে গঠিত হল কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ন ও উন্নয়ন কমিটি-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৩জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় চালু করবার দাবিতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় রবিবার।যার নাম দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প ও রূপায়ন কমিটি। মোট ২৮জনের এই শক্তিশালী কমিটির উপদেষ্টা মন্ডলীতে আছেন পীযুষ কান্তি দেব,গৌতম গোস্বামী, সুরেশ সারাফ,অশোক বন্ধু লাহিড়ী ও বিকাশ সাহা।সভাপতি নির্বাচিত হয়েছেন সুনীল সাহা,সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সুকুমার (স্বপন)সরকার।যুগ্ম সাধারণ সম্পাদক-তপন চক্রবর্তী ও প্রসূন দাস,সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সন্তোষ ব্যাজ্ঞানী,ডঃ কাঞ্চন কুমার দে,পীযুষ সাহা ও স্বপন ব্রহ্ম এবং হিসাবরক্ষক
নির্বাচিত হয়েছেন সুব্রত স্বর।রবিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ন ও উন্নয়ন কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস বলেন কেন্দ্রে বিজেপি সরকার থাকা স্বত্বেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে দীর্ঘ ১০বছরের বেশি দিন থেকে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শুরু হয়েও তা বন্ধ হয়ে আছে।কেন এই রেল প্রকল্পের কাজ বছরের পর বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকবে আমরা এর দাবিতে শীঘ্রই ব্যাপক আন্দোলন মধ্যে দিয়ে রেল দপ্তরকে জানাতে চাই ।রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ২০১৯সালের লোকসভা নির্বাচনের পূর্বে বলে ছিলেন তাকে জয়ী করলে বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ তিনি অবশ্যই শুরু করবার ব্যবস্থা করবেন।কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে ৬০ হাজারের বেশি ভোটে জিতিয়েও তিনি আজ পর্যন্ত কোন কাজ করেন নি।প্রসূন বাবু বলেন আমরা খুব শীঘ্রই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী,রেলমন্ত্রী,জেলা সাশক, রায়গঞ্জের সংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সংসদ সুকান্ত মজুমদার(বালুরঘাট) কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী আমাদের ৬দফা দাবি সম্বলিত স্মারক পত্র দেব।যার মধ্যে রয়েছে মূল দাবি কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ন।এছাড়াও অন্যতম দাবিগুলির মধ্যে আছে বারসই -রাধিকাপুর ইলেক্ট্রিফিকেশ,রাধিকাপুর মডেল স্টেশনের কাজ দ্রুত শেষ করতে হবে,কালিয়াগঞ্জ অথবা ডলিমগাওয়ে রেক পয়েন্টস,রাধিকাপুর থেকে দক্ষিনভারত গামী ট্রেন,ও সকালের রাধিকাপুর -হাওড়া ট্রেনের ব্যান্ডেল স্টেশনে স্টপেজ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি তথা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা,সহ সম্পাদক ডঃ কাঞ্চন দে স্বপন ব্রহ্ম এবং সুব্রত স্বর সহ অনেকেই।কালিয়াগঞ্জে নুতন এই সংগঠন তৈরি হওয়ায় কালিয়াগঞ্জের মানুষ অভিনন্দন জানায় বলে জানা যায়।
The supplements ignite the body s natural sexual urges generic cialis vs cialis
buy priligy pakistan By yvonne,abby on Monday, April 16, 2012 – 05 24 pm Edit Post
Derogatory cheap cialis india cialis prices
Information provided on this website and related websites, including information related to diseases, health conditions, treatment and products, may be summarized buy cialis online usa
It is an anti-estrogenic agent. clomid for.men Vigrx plus sildenafil was approximately 120.
tamoxifen without prescription Treatment and follow-up protocol.
doxycycline dog dosage This study was performed as a quality improvement study and Caldicott Guardian approved by NHS Greater Glasgow and Clyde.