January 11, 2025

কুনোর শিশু-কিশোর হোমের ২৩ শিশু কভিডে আক্রান্ত

1 min read

কুনোর শিশু-কিশোর হোমের ২৩ শিশু কভিডে আক্রান্ত

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ জুন:চিকিৎসকগনের আশঙ্কা অগ্রিম ও বাস্তবে রূপ পেল।রাজ্যের চিকিৎসকদের আশঙ্কা ছিল কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশু কিশোর রাই আক্রান্ত বেশি হবে।ঠিক তাই তবে কোভিডের তৃতীয় ঢেউ আসার আগেই দ্বিতীয় ঢেউয়ে উত্তর দিনাজপু জেলার কুনোরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় পরিচালিত সিএনসিপির ২৩ জন শিশু কিশোর আক্রান্ত হল।

কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় গত ১লা জুন প্রথম কুনোর সিএনসিপির ৩জন আবাসিক কোভিড আক্রান্ত হয়।এরপর স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমাণ গাড়ি কুনোর সিএনসিপির অবশিষ্ট ২৩জনের কোভিড পরীক্ষা করার পর দেখা যায় ২০জনেরই কোভিড পজেটিভ।রিপোর্ট আসে।এই ঘটনায়কালিয়াগঞ্জ শুধু নয় সমগ্র উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্যদপ্তর নড়ে চড়ে বসেছে এই ঘটনায়।জানা যায় শিশু কিশোরদের কোভিড চিকিৎসার কারনে এখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানালেন কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডঃ আলতামাস আলী।কুনোর বয়েজ হোমে একসাথে ২৩ জন শিশুর আক্রান্তের খবর পেয়েই কালিয়াগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বগন ছুটে যায় কোভিড আক্রান্তদের দেখতে। কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্ব কুনোর আবাসিক হোমের ঘরবাড়িগুলো সব স্যানে টাইজের কাজ নিজে শুরু করে দেন । স্যানেটাইযের কাজ করেন কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,তৃণমূল নেতা অসীম ঘোষ, যুব নেতা রাজু ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির শহ-সভাপতি গোলাম মোস্তাক প্রধান,তৃণমূলনেতা হিরন্ময় সরকার(বাপ্পা),এবং বিজয় মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *