অবশেষে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে রাজ্য স্বাস্থ্য দপ্তর ২৫০বেডের হাসপাতালে অনুমোদন দিল-
1 min readঅবশেষে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে রাজ্য স্বাস্থ্য দপ্তর ২৫০বেডের হাসপাতালে অনুমোদন দিল-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫জুন: উত্তর দিনাজবপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেডের সংখ্য একলাফে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৬০ বেড থেকে বাড়িয়ে ২৫০ বেডে উন্নীত করায় কালিয়াগঞ্জ শহরের মানুষদের মধ্যে খুশির বন্যা বইতে শুরু করে দিয়েছে বলে জানা যায়।শনিবার উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক মন্ডল এক প্রশ্নের উত্তরে জানান রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে তার দপ্তরে ইতিমধ্যেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে ৬০ বেডের হাসপাতাল থেকে ২৫০বেডের হাসপাতালে উন্নীত করবার অনুমোদন পত্র চলে এসেছে।আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি ২৫০বেডের হাসপাতাল চালাতে গেলে কি পরিমান ম্যানপাওয়ার প্রয়োজন আমরা তা রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানিয়ে দিয়েছি। কত টাকার এই প্রজেক্ট এ ব্যাপারে জানতে চাইলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক মন্ডল বলেন এখুনি আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে এটি একটি বড় প্রজেক্ট এটা নিশ্চিত ভাবেই বলা যায়। কালিয়াগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ এক সাক্ষাৎকারে বলেন আমি বর্তমানে বিধায়ক নেই।কিন্তু বিধায়ক না থাকলে কি হবে কালিয়াগঞ্জ ব্লকের কয়েক লক্ষ মানুষের জন্য যে হাসপাতাল প্রয়োজন ছিল
সেই অনুমোদন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জোরালো দাবির কারনে তিনি তা দিয়েছেন।।জানা যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মানুষদের একটাই দাবি ছিল দীর্ঘদিন থেকে।তাদের দাবি ছিল কালিয়াগঞ্জ স্টেটজেনারেল হাসপাতালের বেড সংখ্যা ৬০ থেকে বাড়িয়ে কম পক্ষে ১০০ করা হোক।গত ২০১৯সালে কালিয়াগঞ্জের কংগ্রেসের বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায়ের মৃত্তুর কারনে কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।উপ-নির্বাচনের ভোট প্রচারে কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ বার বার প্রচারে এসে বলতেন এবার জয়ী হলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে ১০০বেডের হাসপাতাল করে দেওয়া হবে।তৃণমূল বিধায়ক জয়ী হলেও এই স্বল্প সময়ের মধ্যে কিছু রাস্তাঘাট করলেও আসল সমস্যার সমাধান তিনি করতে পারেননি।তিনি মুখ্যমন্ত্রীর কাছে বার বার দাবিও করেছেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষের চিগVকিৎসাপরিষেবার কথা।কালিয়াগঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে এলে সেখানেও কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন নিয়ে দাবি জানান।এর মধ্যেই ২০২১সালের বিধান সভা ভোটের বাজনা বেজে যায়।কালিয়াগঞ্জ বিধান সভাআসনে পুনরায় তপন দেবসিংহকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়।কালিয়াগঞ্জ বিধান সভা আসনে বিজেপির বহিরাগত প্রার্থী নিয়ে চলছিল ব্যাপক অসন্তোষ।ঠিক সেই মুহূর্তে কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতাল নিয়ে কলকাতার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী এক বিরাট পদক্ষেপের কথা ঘোষণা করেন।তিনি ঘোষণা করেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেডের সংখ্যা ৬০টি থেকে ২৫০বেড়ে উন্নীত করা হল। এই ঘটনায় কালিয়াগঞ্জের মানুষদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে।আবার অনেকে এই ঘোষণাকে সত্যি বলে মেনে নিতে পারছিলনা।বিশ্বাস করতে পারছিলনা অধিকাংশ মানুষ।তাদের বক্তব্য ছিল যে ৬০বেডের স্টেট জেনারেল হাসপাতালকে ১০০ বেডই করা যায়না।তাকে কি করে হটাৎ করে ২৫০ বেডের হাসপাতাল করা যায়? সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেডের সংখ্যা এক লাফে ৬০-থেকে ২৫০ শে বাড়িয়ে দেন।কালিয়াগঞ্জের মানুষ যেমন বিদায়ী বিধায়ক তপন দেব সিংহের কথাকে যেমন গুরুত্ব দেননি। শনিবার সত্যি সত্যিই একটু ভয়ের আবহে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক মন্ডলকে ফোন করলে তিনি বলেনকালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালকে ২৫০ বেডের হাসপাতাল করা হয়েছে।তার চিঠি জেলা স্বাস্থ্য দপ্তরে চলে এসেছে।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সত্যি সত্যিই ২৫০বেডের হাসপাতালে রূপান্তর হয়েছে।শুক্রবার উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক মন্ডল এক প্রশ্নের উত্তরে জানান কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ২৫০বেডের হাসপাতালে রূপান্তর করে জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরে অনুমোদন পত্র পাঠিয়েছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিক মন্ডল জানিয়ে দেন।ডাঃ কার্তিক মন্ডল বলেন অনুমোদন হয়ে আসার পর এই হাসপাতালকে ২৫০ বেড়ে রূপান্তর করার জন্য কাজ শুরু হয়েছে।আমরা ইতিমধ্যেই এই ২৫০ বেডের হাসপাতালের জন কি পরিমান ম্যানপাওয়ার প্রয়োজন আমরা সেই তথ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন মূল প্ল্যানএস্টিমেট রাজ্য স্বাস্থ্য দপ্তর করবে।এই মুহূর্তে বলতে পারবোনা কি পরিমান অর্থ এই প্রজেক্টের জন্য খরচ হবে।তবে এই সমস্ত কিছু তথ্যই জানতে পারবো আরো।মাস খানেক পরে। কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ এক সাক্ষাৎকারে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু যে স্টেট জেনারেল হাসপাতালের বেড বাড়িয়েছে তাই নয়,কালিয়াগঞ্জ মানুষের যা চাহিদা ছিল তার দ্বিগুনের বেশি বৃদ্ধি করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই বেডের সংখ্যা বৃদ্ধির ফলে সেই অনুপাতে যেমন চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ঘটবে ঠিক তেমন ভাবেই নার্সের সংখ্যা বৃদ্ধি ঘটবে।তপন দেব সিংহ বলেন এই স্টেট জেনারেল হাসপাতালে থাকবে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক।তিনি বলেন আমি এবার বিধায়ক হতে পারিনি ঠিকই,কিন্তূ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জন্য যা করে দিতে পেরেছি তাতো একটা ইতিহাস হয়ে থাকবে।এটাই আমার সব চেয়ে বড় সাফল্য বলে আমি মনে করি। কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ এক সাক্ষাৎকারে বলেন আমি ২০১৯সালে স্বল্প সমযের জন বিধায়ক নির্বাচিত হয়েই কালিযাগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার বার অনুরোধ করেছিলাম।বলেছিলাম কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আসন সংখ্য যেন বৃদ্ধি করা হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু যে স্টেট জেনারেল হাসপাতালের বেড বাড়িয়েছে তাই নয়,কালিয়াগঞ্জ মানুষের যা চাহিদা ছিল তার দ্বিগুনের বেশি বৃদ্ধি করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই বেডের সংখ্যা।বৃদ্ধির ফলে সেই অনুপাতে যেমন চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ঘটবে ঠিক তেমন ভাবেই নার্সের সংখ্যা বৃদ্ধি ঘটবে।তপন দেব সিংহ বলেন এই স্টেট জেনারেল হাসপাতালে থাকবে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক।তিনি বলেন আমি এবার বিধায়ক হতে পারিনি ঠিকই,কিন্তূ কালিয়াগঞ্জের মানুষদের দীর্ঘদিনের একটি বড় চাহিদা মেটানোর ব্যবস্থ্যা যে করতে পেরেছি এতেই আমি তৃপ্তি পেয়েছি।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড বৃদ্ধির খবরে কালিয়াগঞ্জ পৌর সভার অধিকাংশ মানুষ খুশি হয়েছে বলে জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল বলেন কার আমলে এই ২৫০বেডের হাসপাতাল হবে সেটা কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল বলেন কার আমলে এই ২৫০বেডের হাসপাতাল হবে সেটা বড় নয় ।কালিয়াগঞ্জ শহরের মানুষদের দীর্ঘ দিনের দাবিকে সরকার মেনে নিয়েছে এর চেয়ে বড় আর কি হতে পারে?তবে কালিয়াগকালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ এক সাক্ষাৎকারে বলেন আমি ২০১৯সালে স্বল্প সময়ের জন্য বিধায়ক নির্বাচিত হয়েই কালিযাগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার বার অনুরোধ করেছিলাম বলেছিলাম কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আসন সংখ্য যেন বৃদ্ধি করা হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু যে স্টেট জেনারেল হাসপাতালের বেড বাড়িয়েছে তাই নয়,কালিয়াগঞ্জ মানুষের যা চাহিদা ছিল তার দ্বিগুনের বেশি বৃদ্ধি করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই বেডের সংখ্যা।বৃদ্ধির ফলে সেই অনুপাতে যেমন চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ঘটবে ঠিক তেমন ভাবেই নার্সের সংখ্যা বৃদ্ধি ঘটবে।তপন দেব সিংহ বলেন এই স্টেট জেনারেল হাসপাতালে থাকবে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক।তিনি বলেন আমি এবার বিধায়ক।হতে পারিনি ঠিকই,কিন্তূ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ এক সাক্ষাৎকারে বলেন আমি ২০১৯সালে স্বল্প সমযের জন বিধায়ক নির্বাচিত হয়েই কালিযাগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার বার অনুরোধ করেছিলাম।বলেছিলাম কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আসন সংখ্য যেন বৃদ্ধি করা হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু যে স্টেট জেনারেল হাসপাতালের বেড বাড়িয়েছে তাই নয়,কালিয়াগঞ্জ মানুষের যা চাহিদা ছিল তার দ্বিগুনের বেশি বৃদ্ধি করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড বৃদ্ধির খবরে কালিয়াগঞ্জ পৌর সভার অধিকাংশ মানুষ খুশি হয়েছে বলে জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল বলেন কার আমলে এই ২৫০বেডের হাসপাতাল হবে সেটা বড় নয় ।কালিয়াগঞ্জের মানুষ চিকিৎসা পরিষেবা পাবে এটাই সব থেকে বড় কথা।