কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে ফলদান
1 min readকালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে ফলদান
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬,মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার কোভিড আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে ফল দান করা হয়। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ বলেন বুধবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের ৭ নম্বর,৮নম্বর,৯নম্বর ও ১১নম্বর ওয়ার্ডে কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ফল দিয়ে আসা হয়
প্রথম পর্যায়ে ৮০ জন দুস্থ ব্যক্তিকে।কমল ঘোষ বলল আগামী কাল বৃহস্পতিবারও বিভিন্ন ওয়ার্ডের দুস্থ্য ব্যক্তিদের দেওয়া হবে বলে জানান।আজকের এই ফলদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য রাজিব সাহা,
প্রাক্তন কমিশনার অমিত দেবগুপ্ত, তৃণমূল যুব কালিয়াগঞ্জ এর সভাপতি রাজা ঘোষ, ছাত্র সভাপতি অমর কুমার গুপ্তা , উত্তর দিনাজপুর সোশ্যাল মিডিয়া তৃণমূলের পক্ষে শুভ্র প্রতিম রায়, সাত নম্বর তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বিশ্বজিৎ ধর, তৃণমূল নেতা তথা আইনজীবী সুজিত সরকার উপস্থিত ছিলেন