কালিয়াগঞ্জ শহরে লকডাউন বিধিনিষেধ না মানায় ৬ ব্যবসায়ী গ্রেপ্তার-
1 min readকালিয়াগঞ্জ শহরে লকডাউন বিধিনিষেধ না মানায় ৬ ব্যবসায়ী গ্রেপ্তার-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার থেকে মঙ্গলবার কালিয়াগঞ্জ পুলিশ সরকারি বিধিনিষেধ না মানার কারনে ৬ জন ব্যবসায়ীকে তাদের দোকান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।কালিয়াগঞ্জ শহরের অধিকাংশ ব্যবসায়ীরা সরকারী বিধিনিষেধ মেনে চললেও কিছু কিছু ব্যবসায়ীরা সরকারী আইন কে গুরুত্ব দিতে মন থেকে চায়না।
জানা যায় সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত দোকান খোলার অনুমতি থাকলেও ব্যবসায়ীরা তা অগ্রাহ্য করার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়।কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস বলেন কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন কালিয়াগঞ্জ পৌর প্রসাশন এবং কালিয়াগঞ্জ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জের ব্যবসায়ী মহলকে কোভিডের প্রভাব ব্যপক বৃদ্ধি পাওয়ায় তাদেরকে সরকারি বিধি নিষেধকে মেনে চলবার জন্য বার বার আবেদন করা হয়। কিন্তূ এক শ্রেণীর ব্যবসায়ীরা তা কোন ভাবেই সরকারী বিধি নিষেধকে গুরুত্ব না দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস বলেন কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন শহরে লকডাউনকে সফল করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে।শহরের ব্যক্তিরাV আগের তুলনায় ব্যপক হারে মাস্ক ব্যবহার করায় তিনি খুশি।দুই একটি ঘটনা ছাড়া কালিয়াগঞ্জ ব্লকের সর্বত্রই লকডাউন ভালো ভাবেই চলছে বলে তিনি জানান।