কালিয়াগঞ্জ পৌর সভা হকারদের একাউন্টে দুই হাজার টাকা করে দেবার কথা ঘোষণা করলো-
1 min readকালিয়াগঞ্জ পৌর সভা হকারদের একাউন্টে দুই হাজার টাকা করে দেবার কথা ঘোষণা করলো-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভা পৌর সভার তালিকপ্রাপ্ত ১২৬৯জনহকারদের একাউন্টে প্রত্যেককে দুই হাজার করে টাকা দেবার কথা ঘোষণা করলো মঙ্গলবার।মঙ্গলবার এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন উপ-পৌরপিতা কমল ঘোষ বর্তমানের কথাকে এক সাক্ষাৎকারে বলেন গত বছর করোনা আবহে লকডাউনের সময় মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই সময়।
করোনা আবহে লকডাউনের কারনে কিছু কিছু হকারদের আর্থিক সাহায্য করা হবে।সেই মোতাবেক কালিয়াগঞ্জ পৌর সভার তৎকালীন পৌর পিতা কালিয়াগঞ্জ শহরের ১২৬৯ জন হকারকে আর্থিক সাহায্য দুই হাজার করে টাকা দেবার সিধান্ত নিয়েছিলেন।সরকার থেকে পৌর সভায় টাকা এলেও নানান কারনে সেই আর্থিক সাহায্য সময়মত দেওয়া যায়নি।একটু দেরি হয়ে গেছে তা বলা যায়।
আগামী কাল অর্থাৎ বুধবার সেই সময়কার তালিকা অনুযায়ী প্রত্যেক হকারের ব্যাঙ্কের একাউন্টে আমরা আমাদের পৌর সভা থেকে দুই হাজার করে টাকা পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রসাশক মন্ডলীর বোর্ড। কমল বাবু বলেন বর্তমানে লকডাউন চলছে।এই সময় যদি এই দুস্থ্য হকাররা এই অর্থ পায় তাহলে তাদের যথেষ্টই উপকার হবে বলে কমল ঘোষ মনে করেন।
অপর এক প্রশ্নের উত্তরে প্রসাশক মন্ডলীর সদস্য কমল ঘোষ বলেন কালিয়াগঞ্জ পৌর শহরে এখন পর্যন্ত মোট ৩৩২জন করোনা সংক্রামিত হয়েছে।তবে অধিকাংশ ব্যক্তিই সুস্থ হয়েছেন বলে জানান।কমল বাবু বলেন কালিয়াগঞ্জ পৌর সভা করোনায় আক্রান্ত দুস্থ্য ব্যক্তিদের সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।চলছে সর্বত্র সেনেটাইজেশনের কাজ।শহরে লকডাউন খুব ভালো হচ্ছে।সাধারণ মানুষ সুস্থ্য থাকতে চায়।তাই প্রত্যেকেই সহযোগিতা করছে লকডাউন যাতে ভালোভাবে হয় এবং কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষ যাতে সরকারের দেওয়া বিধিনিষেধ সম্পূর্ন ভাবে মেনে চলে।