জিনগাঁওয়ে সেফ হোম নিয়ে কটূক্তির পর জনগনের কাছে ক্ষমা চাইলেন উপ প্রধান গৌতম বর্মন
1 min readজিনগাঁওয়ে সেফ হোম নিয়ে কটূক্তির পর জনগনের কাছে ক্ষমা চাইলেন উপ প্রধান গৌতম বর্মন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪,মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ১০নম্বর মালগাঁও অঞ্চলের জিনগাঁও উচ্চ বিদ্যালয়ে একটি সেফ হোমের ব্যবস্থা করে কালিয়াগঞ্জ ব্লক প্রসাশনের পক্ষ থেকে।সেফ হোমের দায়িত্বে থাকা মালগাঁও অঞ্চলের উপ প্রধান গৌতম বর্মন জিনগাঁও উচ্চ বিদ্যালয়ে সেফ হোম পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের সম্পর্কে কটূক্তি করলে গ্রাম বাসীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের উপপ্রধানের সাথে প্রথমে বচসা এবং পরবর্তীতে পরি স্থিতি এতটাই নাগালের বাইরে চলে যায় ফলে উপ প্রধান নিজেকে গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পেতে বিদ্যালয়ের
একটি ক্লাস রুমে কোন ভাবে পালিয়ে বাঁচে বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কোন রকমে আয়ত্বের মধ্যে আনে।পরবর্তীতেগ্রামবাসীদের দাবি মত মালগাঁও অঞ্চলের উপ-প্রধান গৌতম বর্মন তার ভুল বুঝতে পেরে গ্রামবাসীদের কাছে বিদ্যালয়ের বাইরে এসে ক্ষমা চাইলে ঘটনার সেখানেই সমাপ্তি ঘটে বলে জানা যায়।এই ঘটনার পর জিনগাঁও এলাকার বাসিন্দারা জিন গাঁও বিদ্যালয়ে সেফ হোম করতে বাধা দেওয়ায় অবশেষে সেখান থেকে সেফ হোমটি সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে বলে জানা যায়।প্রকাশ,কালিয়াগঞ্জ ব্লকের ১০নম্বর মালগাঁও অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে কংগ্রেস-বিজেপি মিলিজুলি ভাবে পঞ্চায়েত দখল করে কাজ করে আসছে ঝেড়ে ফেলে দিয়েই।প্রধানের দায়িত্ব পেয়েছেন কলাবতী বর্মন এবং উপ-প্রধানের দায়িত্বে আছেন গৌতম বর্মন।