কালিয়াগঞ্জে আংশিক লক ডাউনকে সফল করতে কালিয়াগঞ্জ পুলিশের ব্যাপক ধরপাকড়,গ্রেপ্তার -৫ দোকানদার
1 min readকালিয়াগঞ্জে আংশিক লক ডাউনকে সফল করতে কালিয়াগঞ্জ পুলিশের ব্যাপক ধরপাকড়,গ্রেপ্তার -৫ দোকানদার
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১মে:রাজ্য সরকারের ঘোষিত কোভিড বিধি মেনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের মানুষ আংশিক লক ডাউন সঠিক ভাবে পালন করে তার জন্য কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।কালিয়াগঞ্জ থানার পুলিশ সরকারি নির্দেশ অমান্যকারী বিরুদ্ধে শুরু করেছে ধরপাকড়। কালিয়াগঞ্জ থানার এ এস আই রনজিৎ বর্মন
এক প্রশ্নের উত্তরে জানান আংশিক লকডাউনের সময় সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত আংশিক লক ডাউনের বিধি নিষেধ যারা অমান্য করেছে সেই অপরাধে ৫জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা ছাড়াও শহরের মানুষদের সচেতন করার পরেও মাস্ক বিহীন নাগরিকদের ধরে তাদের বিরুদ্ধে কেস দায়ের করা হচ্ছে বলে জানান।
অন্যদিকে কালিয়াগঞ্জে প্রতিদিন সংক্রমণের পারদ প্রতিদিন উর্ধমুখী হওয়ায় কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি,হাট মালিক,মোটর শ্রমিক সংগঠনদের নিয়ে কোভিড বিধিনিষেধ মেনে চলার জন্য আবেদন করেন।