January 11, 2025

খাতাই খুলতে পারল না বিজেপি  ইসলামপুর মহকুমায়

1 min read

খাতাই খুলতে পারল না বিজেপি  ইসলামপুর মহকুমায় 

ইসলামপুর মহকুমায় খাতাই খুলতে পারল না বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা রেখেছে এই বিস্তীর্ণ এলাকার মানুষ। ২ মে ভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনটাই মনে করছেন। চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও করণদিঘি এই পাঁচটি বিধানসভা কেন্দ্র ইসলামপুর মহকুমার অন্তর্গত। এর মধ্যে একটি আসনেও বিজেপি জিততে পারিনি। তবে তারা প্রতি কেন্দ্রেই দ্বিতীয় স্থান পেয়েছে। চোপড়া ও গোয়ালপোখরে সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী করেও গেরুয়াশিবিরের কোনও লাভ হয়নি।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চোপড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান ভোট পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯২৩টি। সেখানে বিজেপি প্রার্থী শাহীন আখতার ভোট পেয়েছেন ৬০ হাজার ১৮ টি। অর্থাৎ এই কেন্দ্রে হামিদুল সাহেব ৬৪ হাজার ৯০৫ ভোটের ব্যবধানে জিতেছেন। এদিকে, ইসলামপুরে তৃণমূলের প্রার্থী আবদুল করিম চৌধুরী ভোট পেয়েছেন ১ লক্ষ ১৩১টি। বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডল পেয়েছেন ৬২ হাজার ৬৯১ ভোট।

এখানে করিম সাহেব ৩৭ হাজার ৪৪০ ভোটের ব্যবধানে জিতেছেন।অন্যদিকে, গোয়ালপোখর কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি ১ লক্ষ ৫ হাজার ৬৪৯ ভোট, বিজেপি প্রার্থী গোলাম সরওয়ার ৩২ হাজার ১৩৫ ভোট। এখানে রব্বানি সাহেব ৭৩ হাজার ৫১৪ ভোটের ব্যবধানে জিতেছেন। আর চাকুলিয়া কেন্দ্রে তৃণমূল পেয়েছে ৮৬ হাজার ৩১১ ভোট, বিজেপি পেয়েছে ৫২ হাজার ৮৭৮ ভোট এবং ফব পেয়েছে ২৮ হাজার ৭০৪ ভোট। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ৩৩ হাজার ৪৩৩ ভোটের ব্যবধানে জিতেছেন। অন্যদিকে, করণদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম পাল পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৫৯৪ ভোট, বিজেপি পেয়েছে ৭৯ হাজার ৯৬৮ ভোট। গৌতমবাবু এখানে ৩৬ হাজার ৬২৬ ভোটের ব্যবধানে জিতেছেন।বিজেপি সূত্রে জানা গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে দুই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। চোপড়ায় শাহীন আখতার ও গোয়ালপোখরে গোলাম সরওয়ারকে প্রার্থী করেছিল নেতৃত্ব। কিন্তু তাতেও জয়ের ধারে কাছে যেতে পারেনি গেরুয়া শিবির। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখেছে।রাজনৈতিক মহলে আলোচনা, ইসলামপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করেছিলেন। চাকুলিয়া তিনি জনসভাও করেছেন। গোয়ালপোখরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভা করেছেন। তাদের মিছিল মিটিংয়ে ভিড় ভালোই হয়েছিল। কিন্ত দলের প্রার্থীদের ঝুলিতে ভোট টানতে গেরুয়া শিবির ব্যর্থ হয়েছে। ভিনরাজ্যের বিজেপি নেতাদের প্রচার ভালোভাবে নেয়নি মানুষ। অন্যদিকে ইসলামপুর কেন্দ্রে পরপর তিন বার হারের হ্যাটট্রিক করলেন সৌম্যরূপ মণ্ডল। ২০১৬ সালের নির্বাচনে ও ২০১৯ সালের উপনির্বাচনেও তিনি এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন। এবারও জয় অধরাই রইল তাঁর।বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, গোটা জেলাতেই দ্বিমুখী লড়াই হয়েছে। বাম-কংগ্রেসের ভোট তারা ধরে রাখতে পারেনি। সেই ভোট তৃণমূলে গিয়েছে। মেরুকরণের ভোট হয়েছে। যেহেতু ইসলামপুর মহকুমা এলাকায় সংখ্যলঘু ভোট বেশি, সেকারণে আমাদের প্রার্থীরা জয়ী হতে পারেননি। দু’টি কেন্দ্রে সংখ্যলঘু সম্প্রদায় থেকে প্রার্থী দেওয়ার পরেও ফল মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *