সমীক্ষার যাবতীয় পূর্বাভাস মাত্র ২.৯ শতাংশ ভোট ওলট-পালট করে দিতে পারে
1 min readসমীক্ষার যাবতীয় পূর্বাভাস মাত্র ২.৯ শতাংশ ভোট ওলট-পালট করে দিতে পারে
বাংলায় মাত্র ২.৯ শতাংশ ভোট বেশী পেয়ে সামান্য আসন সংখ্যার ব্যাবধানে সরকার গড়তে পারে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় এমন আভাস দিয়েছিলো অন্যতম সমীক্ষক সংস্থা সি ভোটার। তারা তাদের বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছিলো, তৃণমূল পেতে পারে ৪২,১ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৯,২ শতাংশ ভোট। আর সংযুক্ত মোর্চা তথা বাম, কংগ্রেস, আইএসএফ জোট পেতে পারে ১৫,৪ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৪,৩ শতাংশ ভোট।এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যায়, তৃণমূল এবং বিজেপি মধ্যে ভোটের ব্যাবধান মাত্র ২,৯ শতাংশ।
এর আগে এই সি ভোটার ভোট পূর্ববর্তী সময়ে তাদের জনমত সমীক্ষায় দেখিয়েছিলো, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪৩ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট। যেখানে তৃণমূল এবং বিজেপির ভোট শতাংশের ব্যাবধান ছিলো ৫ শতাংশ।মূলত, জনমত সমীক্ষায় যা দেখানো হয়েছিলো বুথ ফেরত সমীক্ষায় তার থেকে উন্নত ফলাফল করতে চলেছে বিজেপি। মাত্র কয়েক মাসের মধ্যেই
বিজেপি তাদের ভোট শতাংশের হার যেভাবে বাড়িয়েছে সেখানে দাঁড়িয়ে ভোট চলাকালীন সময়ে বিশেষ করে শেষ দফার ভোটেও বিজেপি তাদের উত্থানের ধারা যদি বজায় রাখতে পারে তাহলে সব হিসেব নিকেশ স্বভাবতই পালটে যেতে পারে। কেননা বুথ ফেরত সমীক্ষায় এসে বিজেপির ভোট শতাংশ খানিকটা হলেও যেমন বেড়েছে তেমনি বুথ ফেরত সমীক্ষায় কমেছে তৃণমূলের ভোট শতাংশ।বুথ ফেরত সমীক্ষায় এসে তৃণমূলের ভোট শতাংশ যেমন ১ শতাংশ কমেছে, তেমনি ১ শতাংশ ভোট বেড়েছে বিজেপির। যার ফলে জনমত সমীক্ষার ৫ শতাংশ ভোটের ব্যাবধান কমে বুথ ফেরত সমীক্ষায় এসে দাঁড়িয়েছে ২,৯ শতাংশে। আর এখানেই উঁকি মারছে বিপদ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সি ভোটারের পূর্বাভাস মতে বুথ ফেরত সমীক্ষার ২.৯ শতাংশ ব্যাবধান যদি ভোট গণনার দিনে সামান্য এদিক ওদিক হয়ে যায় তাহলে সমস্ত আসনের হিসেব উলটে গিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।