কালিয়াগঞ্জ এর সুইমিংপুল শ্রীমতি নদীর গতিকে বন্ধ করে দিয়ে হছে অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দোলা মোদক
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- কালিয়াগঞ্জ এর সুইমিংপুল শ্রীমতি
নদীকে বন্ধ করে দিয়ে করা ঠিক হচ্ছে না বলে অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলার
বিজেপির মহিলা মোর্চার সভাপতি দোলা মোদক । তিনি বলেন নদী খুব দরকার সকলের জন্য । কিন্তু
নদীকে বন্ধ করাটা উচিত হয়নি। এর বদলে
নদীর খনন করা দরকার যেমন তেমন ই নদী
পরিষ্কার করে স্বচ্ছতা আনার দরকার সবার আগে। তিনি বলেন একটা সময় এই শ্রীমতি নদী দিয়েই নৌকা
করে মানুষ আসতো বাণিজ্য করতে ।
নদীকে বন্ধ করে দিয়ে করা ঠিক হচ্ছে না বলে অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলার
বিজেপির মহিলা মোর্চার সভাপতি দোলা মোদক । তিনি বলেন নদী খুব দরকার সকলের জন্য । কিন্তু
নদীকে বন্ধ করাটা উচিত হয়নি। এর বদলে
নদীর খনন করা দরকার যেমন তেমন ই নদী
পরিষ্কার করে স্বচ্ছতা আনার দরকার সবার আগে। তিনি বলেন একটা সময় এই শ্রীমতি নদী দিয়েই নৌকা
করে মানুষ আসতো বাণিজ্য করতে ।
কিন্তু এখন সেই নদী মরে গেছে। এই নদীকে বাঁচানোর সকলের দায়িত্ব। কিন্তু আমরা সকলে এই দায়িত্ব পালন করছি না। অবিলম্বে পৌর কর্তৃপক্ষের উচিত এই সুইমিংপুল নির্মাণে
নতুন করে ভাবনা চিন্তা করা। পাশাপাশি তিনি
বলেন বিগত দিনে কালিয়াগঞ্জে না সিপিএম,
না কংগ্রে্ কেউ কোনো উন্নয়নমূলক কাজ করেননি। কালিয়াগঞ্জ শাসক দল এখন পারফরম্যান্স করছে। সবটাই তাদের বিরুদ্ধে কথা বলার সময় হয়নি এখনো।
তবে তার মধ্যে যে সমস্ত কাজ গুলি করছে
তারা তা অতি নিম্নমানের । যেমন স্বচ্ছ ভারত নির্মল বাংলার মাধ্যমে যে সমস্ত বাড়ি
বাড়ি শৌচালয় নির্মাণ করা হচ্ছে তা যেমন অতি জঘন্য মানের। কাজ নিয়ে তাদের কাছে বিস্তর অভিযোগ আসছে। এছাড়া দোলা মোদক বলেন, জনগণের টাকায় যারাই কাজ করুক না কেন তারা যেন ঠিকঠাক কাজ করে । না হলে এর
বিচার জনগণই করবে । তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনের পর থেকে লাগাতার পৌরসভার
বিরুদ্ধে আন্দোলনে নামতে চলছে কালিয়াগঞ্জে বিজেপি । দোলা দেবী বলেন কালিয়াগঞ্জে এখনো বহু রাস্তা আছে যেখানে পিচ পড়েনি অথচ
দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ পৌরসভা হয়েছে। তিনি বলেন যেমন কালিয়াগঞ্জ এর ৬ নম্বর
ওয়ার্ডে এখনও অনেক রাস্তা আছে যেখানে দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় থেকে গেছে। তিনি বলেন কালিয়াগঞ্জ এর মানুষ এতো ভালো যে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনদিনও গর্জে ওঠে
নি। মহিলা মোর্চার জেলা সভাপতি আরো বলেন
কালিয়াগঞ্জ এর স্বাস্থ্য ব্যবস্থার হাল খুবই খারাপ। এখানে যে হাসপাতাল আছে সেটা রেফার হাসপাতালে
পরিণত হয়ে গেছে ।
নতুন করে ভাবনা চিন্তা করা। পাশাপাশি তিনি
বলেন বিগত দিনে কালিয়াগঞ্জে না সিপিএম,
না কংগ্রে্ কেউ কোনো উন্নয়নমূলক কাজ করেননি। কালিয়াগঞ্জ শাসক দল এখন পারফরম্যান্স করছে। সবটাই তাদের বিরুদ্ধে কথা বলার সময় হয়নি এখনো।
তবে তার মধ্যে যে সমস্ত কাজ গুলি করছে
তারা তা অতি নিম্নমানের । যেমন স্বচ্ছ ভারত নির্মল বাংলার মাধ্যমে যে সমস্ত বাড়ি
বাড়ি শৌচালয় নির্মাণ করা হচ্ছে তা যেমন অতি জঘন্য মানের। কাজ নিয়ে তাদের কাছে বিস্তর অভিযোগ আসছে। এছাড়া দোলা মোদক বলেন, জনগণের টাকায় যারাই কাজ করুক না কেন তারা যেন ঠিকঠাক কাজ করে । না হলে এর
বিচার জনগণই করবে । তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনের পর থেকে লাগাতার পৌরসভার
বিরুদ্ধে আন্দোলনে নামতে চলছে কালিয়াগঞ্জে বিজেপি । দোলা দেবী বলেন কালিয়াগঞ্জে এখনো বহু রাস্তা আছে যেখানে পিচ পড়েনি অথচ
দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ পৌরসভা হয়েছে। তিনি বলেন যেমন কালিয়াগঞ্জ এর ৬ নম্বর
ওয়ার্ডে এখনও অনেক রাস্তা আছে যেখানে দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় থেকে গেছে। তিনি বলেন কালিয়াগঞ্জ এর মানুষ এতো ভালো যে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনদিনও গর্জে ওঠে
নি। মহিলা মোর্চার জেলা সভাপতি আরো বলেন
কালিয়াগঞ্জ এর স্বাস্থ্য ব্যবস্থার হাল খুবই খারাপ। এখানে যে হাসপাতাল আছে সেটা রেফার হাসপাতালে
পরিণত হয়ে গেছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইক্সক্লুসিভ ইন্টারভিউ দেখুন কালিয়াগঞ্জের লড়াকু নেত্রী বিজেপির দোলা মোদকের
এখানে কোন রোগীকে হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে রেফার করে
দেয়া হয় রায়গঞ্জে । তিনি বলেন অবিলম্বে
কালিয়াগঞ্জ হাসপাতালে ভালো ডাক্তারের প্রয়োজন। কিন্তু তা না করে এখানে একই বিল্ডিংয়ে ভেঙে
ভেঙে বহুবার গড়া হচ্ছে। কিন্তু ডাক্তার
নতুন করে আনা হচ্ছে না । এতে সমস্যার সমাধান তো দূরের কথা সমস্যা থেকেই যাছে সব
সময় । তিনি বলেন কালিয়াগঞ্জের একজন
বিধায়ক আছে বটে। কিন্তু তাকে কোনদিনও
কোথাও দেখা যায় না। তিনি নামে মাত্রই বিধায়ক
। তিনি মানুষের কাছে কোনদিনও যান না । তিনি একজন নিষ্প্রাণ মানুষ। তাই কালিয়াগঞ্জে তার কোন ভূমিকাই নেই উন্নয়নের ব্যাপারে। দোলা দেবী আরো আক্ষেপের সুরে বলেন কালিয়াগঞ্জ
পৌরসভা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোন সহযোগিতা পান না বা কোন বিশেষ ক্ষেত্রে
আমন্ত্রণ পান না এটা হওয়া গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়। কালিয়াগঞ্জের উন্নয়নে কোন সর্বদলীয় বৈঠকে বিজেপি মহিলা
মোর্চা ডাক পান না । এমনটা হওয়া কখনোই কাম্য নয় । কারণ কালিয়াগঞ্জ এর উন্নয়ন
যেমন তারাও চান । বিজেপিও চায় কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন ঘটুক।
দেয়া হয় রায়গঞ্জে । তিনি বলেন অবিলম্বে
কালিয়াগঞ্জ হাসপাতালে ভালো ডাক্তারের প্রয়োজন। কিন্তু তা না করে এখানে একই বিল্ডিংয়ে ভেঙে
ভেঙে বহুবার গড়া হচ্ছে। কিন্তু ডাক্তার
নতুন করে আনা হচ্ছে না । এতে সমস্যার সমাধান তো দূরের কথা সমস্যা থেকেই যাছে সব
সময় । তিনি বলেন কালিয়াগঞ্জের একজন
বিধায়ক আছে বটে। কিন্তু তাকে কোনদিনও
কোথাও দেখা যায় না। তিনি নামে মাত্রই বিধায়ক
। তিনি মানুষের কাছে কোনদিনও যান না । তিনি একজন নিষ্প্রাণ মানুষ। তাই কালিয়াগঞ্জে তার কোন ভূমিকাই নেই উন্নয়নের ব্যাপারে। দোলা দেবী আরো আক্ষেপের সুরে বলেন কালিয়াগঞ্জ
পৌরসভা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোন সহযোগিতা পান না বা কোন বিশেষ ক্ষেত্রে
আমন্ত্রণ পান না এটা হওয়া গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়। কালিয়াগঞ্জের উন্নয়নে কোন সর্বদলীয় বৈঠকে বিজেপি মহিলা
মোর্চা ডাক পান না । এমনটা হওয়া কখনোই কাম্য নয় । কারণ কালিয়াগঞ্জ এর উন্নয়ন
যেমন তারাও চান । বিজেপিও চায় কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন ঘটুক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});