January 11, 2025

রাজ্যে ক্ষমতায় আসছে কে? কি বলছে বিভিন্ন সমীক্ষক সংস্থা?

1 min read

রাজ্যে ক্ষমতায় আসছে কে? কি বলছে বিভিন্ন সমীক্ষক সংস্থা?

রাজ্যে শেষ দফার ভোট পর্ব মিটতেই টিভির পর্দায় আছড়ে পড়তে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ঢল। রাজ্যে ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে সরকার গড়ার ক্ষেত্রে ম্যাজিক ফিগার ১৪৮। সেই ম্যাজিক ফিগার কে পার করতে পারবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাজ্যে অষ্টম ও শেষ দফার ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ি উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন সমীক্ষার মতে, কেউই এবারে ম্যাজিক ফিগারের উপরে উঠে বেশী সংখ্যাক আসন নিতে পারছে না।ইতিমধ্যে প্রকাশিত সি ভোটারের সমীক্ষায় রাজ্যে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪ টি আসন।

বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১ টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫ টি আসন।সিএনএক্স এর সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩৮ টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৪৮ টি আসন। জোট পেতে পারে ১১ থেজে ২১ টি আসন।টাইমস নাওয়ের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে ১৫৮ টি আসন। বিজেপি পেতে পারে ১১৫ টি আসন। জোট পেতে পারে ১৯ টি আসন।ইটিজি রিসার্চ বলছে বাংলায় তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৬ ট আসন। বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫ টি আসন। আর বামেরা পেতে পারে ১০ থেকে ১৫ টি আসন।পি মার্গ সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ টি আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ টি আসন। জোট পেতে পারে ১০ থেকে ২০ টি আসন।সি এন এনের সমীক্ষা মতে বাংলায় তৃণমূল পেতে পারে ১৬২ টি আসন। বিজেপি পেতে পারে ১১৫ টি আসন। জোট পেতে পারে ১৫ টি আসন।টাইমস অফ ইন্ডিয়ার সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ১৪৩ টি আসন। তৃণমূল পেতে পারে ১৩৩ টি আসন। জোট পেতে পারে ১৬ টি আসন।সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে বেশিরভাগ সমীক্ষক সংস্থা বিজেপিকে এগিয়ে রাখেনি। সি ভোটারের মতে, বাংলায় তৃণমুল পেতে চলেছে ৪২ শতাংশ ভোট। বিজেপি পেতে চলেছে ৩৯ শতাংশ ভোট। জোট পেতে চলেছে ১৫ শতাংশ ভোট। এবং অন্যান্যরা পেতে চলেছে ৪ শতাংশ ভোট।রাজনৈতিক বিশ্লেষকদের মতে সমীক্ষার যে ধারা তাতে রাজ্যে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ, কেউই ম্যাজিক ফিগার পার করে স্বস্তিদায়ক সংখ্যায় পৌছাতে পারেনি। সামান্য কিছু আসন বেশী সমীক্ষাগুলি দেখালেও ভোট ফলাফলে সেই সংখ্যা একটু উনিশ বিশ হয়ে যাওয়া মানেই পা হড়কে যাওয়া। তাছাড়া ম্যাজিক ফিগারের উপরে উঠে বেশী সংখ্যায় আসন না পেলে সেক্ষেত্রে ঘোড়া কেনাবেচার সম্ভাবনা প্রকট হয়ে উঠতে পারে। ফলে রাজনৈতিক মহলের মতে বাংলায় বুথ ফেরত সমীক্ষার ফলাফলের নিরিখে স্বস্তিদায়ক অবস্থান কেউই পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *