স্বাস্থ পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করলো অয়েল ইন্ডিয়া লিমিটেড
1 min read
জয়দেব গোপ চোপড়া: স্বাস্থ পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করলো অয়েল ইন্ডিয়া লিমিটেড। মঙ্গলবার চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের মহম্মদ বক্স হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অয়েল ইন্ডিয়া লিমিটেডের তথা পাইপ লাইন জেনারেল ম্যানেজার সুমিত কুমার দাস।পরিচালনায় ছিলেন ধূমডাঙ্গী অয়েল ইন্ডিয়ার ডাঃ ওপেন দাস সহ অন্যান্য ব্যক্তিরা। স্বাস্থ শিবিরে ছাত্র ছাত্রী সহ এলাকার মানুষের বিনামূল্যে স্বাস্থ পরীক্ষা করা হয়। কোম্পানির জেনারেল ম্যানেজার সুমিত কুমার জানান, প্রতি বছরে বিভিন্ন স্থানে তারা একটি করে স্বাস্থ্য পরীক্ষা শিবির করে থাকেন। তারই সঙ্গে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});