January 12, 2025

কোভিড-কূটনীতি ফল দিচ্ছে, সংকটে ওষুধ-অক্সিজেন পাঠাচ্ছে আমেরিকা-ব্রিটেন-ইউরোপ

1 min read

কোভিড-কূটনীতি ফল দিচ্ছে, সংকটে ওষুধ-অক্সিজেন পাঠাচ্ছে আমেরিকা-ব্রিটেন-ইউরোপ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলিকে হাইড্রক্সিক্লোরোকুইন সহ ওষুধ সরবরাহ করে পাশে দাঁড়িয়েছিল নয়াদিল্লি। এমনকি ভ্যাকসিন আবিষ্কারের পর কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা পাঠিয়েও উন্নত এবং পড়শি দেশগুলির পাশে থেকেছে ভারত।এ বার হঠাত্‍ করে ভারতে কোভিডের সংক্রমণ লাফিয়ে বাড়ার পর প্রতি সাহায্যের অঙ্গীকার করল ওয়াশিংটন-লন্ডনও। রবিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। 

ডোভালকে তিনি জানিয়েছেন, সংক্রমণ প্রতিরোধে এই মুহূর্তে ভারতের কী কী প্রয়োজন তা চিহ্নিত করেছে বাইডেন প্রশাসন। অবিলম্বে ভারতকে ওষুধ, পিপিই কিট, ভেন্টিলেটর, অক্সিজেন এবং কোভিশিল্ড ভ্যাকসিনের কাঁচা উপাদান সরবরাহ করবে ওয়াশিংটন। একই ভাবে ব্রিটেনের বরিস জনসন প্রশাসনও কোভিড মোকাবিলায় ভারতের পাশে থাকার ব্যাপারে এদিন ঘোষণা করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ভারতে ৪৯৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ১২০ টি নন ইভ্যাসিভ ভেন্টিলেটর পাঠিয়েছে ব্রিটেন। মঙ্গলবার সকালে তা নয়াদিল্লি পৌঁছবে। তার পর ধারাবাহিক ভাবে প্রয়োজনীয় সাহায্য করবে ব্রিটেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ভারতকে সাহায্য করার কথা জানিয়েছে। কূটনৈতিক সূত্রের মতে, জার্মান সেনাবাহিনী অক্সিজেন সরবরাহে সক্রিয় ভূমিকা নিতে পারে।

তা ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জ্যানেজ লেনারসিক জানিয়েছেন, নয়াদিল্লির তরফে তাঁদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। এ ব্যাপারে তাঁরা দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোভিড বিশ্বজুড়ে মানব সভ্যতার সামনে সংকট তৈরি করেছে। এর থেকে কেউ মুক্ত বা বিচ্ছিন্ন নয়। তাই সংকট মোকাবিলায় সমষ্টিগত প্রয়াস দরকার। সেদিক থেকে নয়াদিল্লি গোড়া থেকে যে আগ্রাসী কূটনীতি চালিয়েছে সেটাই এখন ফল দিচ্ছে। হাইড্রক্সিক্লোরোকুইন বা ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে নয়াদিল্লি রক্ষণাত্মক অবস্থান নিলে এমন সাড়া হয়তো পাওয়া যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *