কালিয়াগঞ্জ নজমুতে দিনাজপুর কৃষ্টি প্রযোজিত প্রতিবিম্ব
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে দিনাজপুরের কৃষ্টি প্রযোজিত নাটক প্রতিবিম্ব মঞ্চস্থ হয়।নাটক-মহেশ এলকুঞ্জওয়ার ও জয়ন্তী বসুর অনুবাদে প্রতিবিম্ব নাটকটি দর্শকদের মন জয় করে।প্রতিবিম্ব নাটকটি একজনের আত্ম পরিচয় হারানোর গল্প।সকলেই আয়নার সামনে প্রতিবিম্ব দিনের পর দিন হারিয়ে যায়।তোতা পাখির মত শেখানো বুলি আকড়ে ধরে চলেছে প্রত্যেকের জীবন।তাই পারিপার্শ্বিক চাপে নিজেকে খোঁজার একটি অদম্য প্রয়াস দেখা গেল প্রতিবিম্ব নাটকে।নাটকটিতে ধরাবাধা কোন গল্প নেই সারা নাটকটিতে।কিন্তু নাটকে আছে হাজার হাজার ভাবনার অনুবিন্দু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক ঘন্টা কুড়ি মিনিটের প্রতিবিম্ব নাটকটি দেখে উপস্থিত নাট্য মোদী দর্শকেরা যথেষ্টই মনের খোরাক পেয়েছে বলে উপস্থিত দর্শকেরা মনে করেন।এক কথায় প্রতিবিম্ব নাটকটি মঞ্চ সফল নাটক।নাটকের মূল চরিত্রে বৌদির ভূমিকায় শ্বনাম ধন্য নাট্যব্যক্তিত্ব জোছন দস্তিদারের সুযোগ্য কন্যা খেয়ালী দস্তিদারের অভিনয় দর্শকদের অনেক দিন মনে রাখার মত যা উপস্থিত নাট্যপ্রেমী দর্শকদের সমৃদ্ধ করেছে।সে-র ভূমিকায় সুরজিৎ ঘোষ একটানা একঘন্টা কুড়ি মিনিট অসাধারণ অভিনয় একটা নজির সৃষ্টি করতে পেরেছেন।ঝান্ডার চরিত্রে তুহিন মুখো পাধ্যায় প্রত্যেকটি দর্শকদের হৃদয় জয় করতে পেরেছেন নিঃশ্বন্দেহে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাপসের চরিত্রে চন্দ্রানী চক্রবর্তীর অভিনয় ছিল মনে রাখবার মত।প্রতিবিম্ব নাটকের সঙ্গীত পরিচালনায় ছিল দিশারী।সুদীপ সান্যালের আলোর কাজ ছিল অসাধারন।চলচিত্র ও সম্পাদনায় ছিলেন দেবলীনা মজুমদার ও ফারহা খাতুন।স্থানীয় হস্তশিল্পী দের দ্বারা মঞ্চ সজ্জা দৃষ্টিনন্দন হয়ে ওঠে।নাট্য নির্দেশনায় ছিলেন অবন্তী চক্রবর্তী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});