January 11, 2025

বাসে উঠতে গেলে পরতে হবে মাস্ক, কড়া নির্দেশ সংগঠনের

1 min read

বাসে উঠতে গেলে পরতে হবে মাস্ক, কড়া নির্দেশ সংগঠনের

দেশের পাশাপাশি রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। পশ্চিমবঙ্গে গতকালের বুলেটিন অনুযায়ী ১৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। প্রত্যেকদিন ৫০ জনের বেশি মানুষ মারা যাচ্ছেন করোনায়। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না বঙ্গবাসীর। করোনার মারণ কামড়েও মাস্ক কিংবা গ্লাভস ছাড়াই অবলিলায় রাস্তা-ঘাটে কিংবা ট্রামে ও বাসে চলাফেরা করছেন বহু মানুষ।

সেই মর্মে গতকাল কড়া পদক্ষেপ নেয় নবান্ন। রাজ্যের পুলিশকে নির্দেশ দেয় মাস্ক না পরে বাইরে বেরোলেই জরিমানা কিংবা মহামারী আইনে জেলে ভরতে হবে নিয়মভঙ্গকারীদের। ]এবার নবান্নের নির্দেশিকার পরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। আজ বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়েছে মুখে মাস্ক না থাকলে আর বাসে ওঠার অনুমতি পাবেন না কোনও যাত্রী। বাসেও মাস্ক পরেই যাতায়াত করতে হবে। মাস্ক খুললে বাস থেকে নামিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট যাত্রীকে। মাস্ক পরার ব্যাপারে কঠোর হচ্ছেন বাস মালিকেরা। ২০২০ সালে লকডাউন চালু হওয়ায় সর্বপ্রথম কোপ পড়ে বাস -ট্রেনের উপর। গাড়ির চাকা বন্ধ করে দেওয়া হয় করোনা সংক্রমণ রোধ করতে। ২০২১- সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় লকডাউনের পথে এখনও না হাঁটলেও ভবিষ্যতে লকডাউন ভরসা তাই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *