দাড়িভিট স্কুলের সামনে থেকে নিহত রাজেশ ও তাপসের ফ্লেক্স খুলে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা
1 min read
দেব্ব্রত চক্রবত্তী ঃ- দাড়িভিট স্কুলের সামনে থেকে নিহত রাজেশ ও তাপসের ফ্লেক্স খুলে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ নিহত পরিবারের।আগামীকাল সকাল নয়টার মধ্যে সেই ফ্লেক্স লাগিয়ে না দিলে তারা বড় ধরনের আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন নিহত তাপসের মা মঞ্জু বর্মন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাড়িভিট স্কুলে আন্দোলন করতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর পর নিহতের পরিবার স্কুল গেটের সামনে নিহতদের ছবি লাগিয়ে ফ্লেক্স টাঙ্গিয়ে আন্দোলন করছিলেন।সম্প্রতি ইসলামপুর মহকুমা শাসকের হস্তক্ষেপে নিহতের পরিবার আন্দোলন থেকে সরে এসেছিল।স্কুলে স্বাভাবিক পঠন পাঠন চালু হয়েছিল।নিহতের পরিবার সেই ফ্লেক্সগুলি স্কুলের কিছু দূরে ঝুলিয়ে রেখেছিল।আজ দেখা যায় সেই ফ্লেক্সগুলি উধাও।তারপর নিহতের পরিবার স্কুলের মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});