কালিয়াগঞ্জ কলেজের সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের অনুপস্থিতি দেখে মন্ত্রীর অসন্তোষ প্রকাশ
1 min readঅথচ কলেজে ছাত্র ছাত্রীদের সংখ্যা ৫৫০০। তিনি বলেন একটি কলেজের পরিকাঠামোগত উন্নয়ন হওয়া মানেই সব ভালো বলা যায়না।যদিও কিন সমস্যা থাকলে আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান অবশ্যই করবো।মন্ত্রী বলেন ৫০বছর আগে এই কলেজের প্রথম অধ্যক্ষ আশুতোষ রায় যে বীজ বপন করেছিল তার কলেবর বেড়ে তা মহীরুহ পরিণত হয়েছে ঠিকই কিন্তূ বর্তমান কলেজ কর্তৃপক্ষের আরো বেশি করে নজর দিতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ কলেজের প্রথম অধ্যক্ষ আশুতোষ রায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে বলেন আমার হাত দিয়ে এই কলেজের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করায় আমি গর্ববোধ করছি।এই কলেজের উজ্বল ভবিষ্যৎ আমার স্বপ্ন।
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস-চেয়ারম্যান বিপ্লব মিত্র বলেন কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতি না হওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে।আমাদের ভাবতে হবে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল বলেন তিনি এই কলেজেই পড়াশুনা করেছিলেন একসময়।তাই কলেজের প্ৰতি তার দুর্বলতা কিছুটা থাকবেই।কার্তিক বাবু বলেন কালিয়াগঞ্জ পৌরসভা এই কলেজের উন্নয়নে সর্বদা পাশে থাকবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ যদি মনে করে তাহলে পৌর সভার পক্ষ থেকে কলেজ মাঠে একটি হাইম্যাক্স বাতি ও একটি বড় শৌচালয় তৈরী করে দিতে প্রস্তুত আছে।তবে কলেজের পক্ষ থেকেB একটি আবেদন তাদের অবশ্যই করতে হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালযের পরিদর্শক অপুর্ব চক্রবর্তী,করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি,কলেজের প্রশাসক ফনিন্দ্র কুমার মন্ডল।অনুষ্ঠানের সভাপতি তথা কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস তার সমাপ্তি ভাষণে উপস্থিত সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান।তিনি তার কলেজের তথ্য ভিত্তিক উন্নয়নমূলক কাজের চিত্র তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য অসীম ঘোষ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল উপ পরবতী বসন্ত রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার ও সহ-সভাপতি তপন দেব সিংহ রায়
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});