January 12, 2025

বিজেপি সরকার আসছেই, আমি জয়ী হয়েই কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ পুনরায় শুরু করার ব্যবস্থা হবে,এটা আমার ওয়াদা-সৌমেন

1 min read

বিজেপি সরকার আসছেই, আমি জয়ী হয়েই কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ পুনরায় শুরু করার ব্যবস্থা হবে,এটা আমার ওয়াদা-সৌমেন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪,এপ্রিল:উত্তর দিনাজপুর জেলার রেল প্রকল্প কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর প্রকল্পের কাজ মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে রেলের জমি অধিগ্রহণ করবার কাজ ইচ্ছা করে রাজনৈতিক উদ্দেশ্যে বন্ধ করে রেখেছেন দীর্ঘ দশ দশটি বছর ধরে।যা কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের বাধাপ্রাপ্ত ঘটে। ।কালিয়াগঞ্জ বিধানসভার জনতা জনার্দনদের আশীর্বাদ পাচ্ছিই ধরে নিয়ে আমি দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি আগামী তিন মাসের মধ্যে আমাদের রাজ্যের নুতন বিজেপি সরকারের দ্বারা জমি অধিগ্রহণ করে আমার প্রথম কাজই হবে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল দপ্তরের সবুজ সংকেত আনার মধ্য দিয়ে শুরু করা। বুধবার এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ (তপ) সংরক্ষিত বিধান সভার বিজেপির প্রাথী সৌমেন রায় মালগাঁও গ্রামে ভোটের প্রচারে গেলে প্রচারের ফাঁকে ফাঁকে তার সাথে এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে এই কথা বলেন।

 

তিনি বলেন শুধু এলাকার মানুষদের রেশনের চাল,সাইকেল বিলি, বড় ফোন ছাত্র ছাত্রীদের দিলেই এলাকার কোন উন্নয়ন হয়না।কালিয়াগঞ্জ বিধান সভার সার্বিক উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন রেল যোগাযোগ।কোন এলাকার সার্বিক উন্নয়ন নির্ভর করে সেই এলাকার যোগাযোগ কতটা উন্নত তার উপর। বিজেপি প্রার্থী সৌমেন রায় বলেন কালিয়াগঞ্জেতো বিধান সভার উপ-নির্বাচনে সাশক দলের বিধায়ক তপন দেব সিংহ জয়ী হয়েছিলেন।তিনি রেল প্রকল্পের কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর নুতন রেল লাইনের জন্য জমি অধিগ্রহনের ব্যবস্থা করেননি কেন?

।তিনিতো করতেই পারতেন।সৌমেন বাবু বলেন আসলে সাশক দলের বিধায়কের কাজ করবার কোন ক্ষমতা মাননীয়া মুখ্যমন্ত্রী দেননি।তবে একটা কাজের দায়িত্ব দিয়েছিলেন অর্থ আদায়ের অর্থাৎ কাট মানি জোগারের কাজ।নিজ নিজ বিধান সভা এলাকার বেকার যুবকদের কাছ থেকে চাকরি দেবার নাম করে টাকা সংগ্রহ করে তার একটা অংশ রেখে বাকি টাকা কলকাতার তৃণমূল দপ্তরে পাঠানোই ছিল তৃণমূলের বিধায়কদের কাজ। কালিয়াগঞ্জের মানুষ তাকেতো উন্নয়ন করবার জন্য জয়ী করে ছিলেন।রেলের জমি দেবার জন্য যে সমস্ত কৃষক মন স্থির করে দীর্ঘ দিন ধরে বসে আছেন তাদের জমি কেন তার আমলে অধিগ্রহণ করা হয়নি। তাকে কালিয়াগঞ্জের মানুষদের কাছে জবাব দিহি করতে হবে।বিজেপি প্রার্থী সৌমেন বাবু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুল সিধান্তের জন্য এই রাজ্যে র সিঙ্গুরে কারখানা না করতে দেবার ফলে বেকারদের সর্বনাশ করা হয়েছে ঠিক একই ভাবে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের জমি অধিগ্রহণ না করে দেবার কারনে বিগত দশ দশটি বছর রেলের কাজ বন্ধ থাকার ফলে এলাকার উন্নয়ন স্তব্ধ করে দেওয়া হয়েছে।কাজ শুরু হয়ে যাবার পরেও তা বন্ধ হয়ে আছে।যে ব্যাপারে বর্তমান শাসক দল।তথা সেই দলের বিধায়কের কোন ভূমিকা ছিলনা।যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।যার ফলে প্রচুর বেকার আশাহত হয়ে ঘুরে বেড়াচ্ছে বলে সৌমেন রায় বলেন।যারা ইচ্ছাকৃত ভাবে নিজের এলাকার উন্নয়ন স্তব্ধ করে রাখে তাদের মানুষ কেন ভোট দেবেন বলুন?সৌমেন বাবু বলেন এই রেল প্রকল্পের কাজ শেষ হলে বালুরঘাট থেকে উত্তরপূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে যাবার ট্রেনগুলি কালিয়াগঞ্জ রেল স্টেশনের উপর দিয়ে যাবে। ফলে কালিয়াগঞ্জ রেল স্টেশন একটি জংশন স্টেশনে উন্নত হতে পারতো।

এর ফলে এই এলাকার প্রচুর অর্ধশিক্ষিত বেকার যুবকরা বিভিন্ন ভাবে কাজ করে রোজগারের ব্যবস্থ্যা করতে পারতো।তিনি বলেন এবার ডাবল ইঞ্জিনের সরকার আসছে এই রাজ্যে।তাই এবার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ হবেই শুধু নয় যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় রেল মন্ত্রকের সাথে কথা বলে বিজেপির উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতায় এই কাজ শুরু হবেই।শুধু তাই নয়,সৌমেন বাবু বলেন এছাড়াও কালিয়াগঞ্জের তৃণমূল পরিচালিত পৌর সভা আজ পর্যন্ত ঘরে ঘরে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল দেবে বলে আসছে বিগত দশ বছর ধরে।কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী তার জীবিতকালে থাকা কালীন জহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন থেকে ১১ কোটি টাকা এনে দেবার পরেও ঘরে ঘরে কেও জল পায়নি বলে কালিয়াগঞ্জের ভুড়ি ভুঁড়ি মানুষের অভিযোগ।কেন আজ পর্যন্ত পৌর সভার পক্ষ থেকে জল দেওয়া হয়নি বিদায়ী বিধায়ক এর কোন উত্তর দিতে পারবেন? দিতে পারবেন না।কালিয়াগঞ্জ পৌর শহরের মানুষদের আশ্বস্ত করছি আমরা ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যে কালিয়াগঞ্জের পৌর শহরের মানুষদের দীর্ঘদিনের সমস্যা আমরাই সমাধান করবো আপনাদের দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি।শুধু আপনারা আমাকে জয়ী করে বিধান সভায় যাবার ব্যবস্থা করুন।সৌমেন বাবু বলেন তিনি যেখানেই ভোটের প্রচারে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া মিলছে। অনেকেই শাখ,উলুধ্ন্নির মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছে বলে জানান।কালিয়াগঞ্জ বিধান সভার জনতা জনার্দনের কাছে আবেদন মিথ্যা প্রলোভনের ফাঁদে আপনারা পা না দিয়ে কাজের মানুষ সৌমেন রায়কে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন কোথায় নিয়ে যাওয়া হয় তা দেখুন বলে জানান সৌমেন রায়।বিজেপি প্রার্থী সৌমেন রায় বুধবার বিকেলে কালিয়াগঞ্জের ১৩নম্বর ওয়ার্ডে একটি দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।সেখানে কালিয়াগঞ্জের বিজেপির বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *