December 28, 2024

কালিয়াগঞ্জ কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলো না কালিয়াগঞ্জ এর বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায় ও রায়গঞ্জের সাংসদ মহ সেলিম

1 min read
তপন  চক্রবর্তী–উত্তর দিনাজপুর- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে কালিয়াগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক তথা কালিয়াগঞ্জের বর্তমান বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায়কে দেওয়া হয়নি একটি আমন্ত্রণ পত্র।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

।শুধু তাই নয় রায়গঞ্জের সাংসদ মহ সেলিমকেও একটা আমন্ত্রণ পত্র দিয়েও সৌজন্যবোধের পরিচয় দিতে পারলোনা কালিয়াগঞ্জ কলেজ কর্তৃপক্ষ।কালিয়াগঞ্জের সাধারণ মানুষের বক্তব্য যে মানুষটি কালিয়াগঞ্জ কলেজে অধ্যাপনার সাথে প্রথম থেকে দীর্ঘ দিন যুক্ত থেকে জীবন কাটিয়ে দিলেন সেই মানুষটি যেহেতু কংগ্রেসের বিধায়ক তাই তিনি অচ্ছুৎ হয়ে গেলেন একটি মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে?সাধারণ মানুষ বলতে বাধ্য হচ্ছে ,যে কলেজের কর্তৃপক্ষের এই ধরনের কালচার সেই কলেজ ছাত্র ছাত্রীদের কি শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে?কলেজের ছাত্র ছাত্রীরা এই ধরনের ঘটনা দেখে কি শিক্ষা পেল তা কি একবারের জন্যও  কর্তৃপক্ষ ভেবে দেখেছেন?


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শিক্ষা মানুষকে বিনয়ী করে তুলতে শেখায় এই কথা আমাদের সবারই জানা।কিন্তূ একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাদ দিয়ে এতবড় একটি অনুষ্ঠান করতে পারে?কালিয়াগঞ্জ কলেজ বর্তমানে একজন প্রশাসকের অধীনে।তিনি নিশ্চয় কোন দলীয় ব্যক্তি অবশ্যয় নন।তা স্বত্বেও এই ধরনের বিভাজনের সংস্কৃতি কি ভাবে আসতে পারে।কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জ কলেজের সুবর্নজয়ন্তী অনুষ্ঠানের অব্যবস্থা দেখে প্রত্যেকেই এক কথায় ক্ষুব্ধ।তাছাড়া কালিয়াগঞ্জ কলেজের উপরের চাকচিক্য যতই ভালো করে দেখানোর ব্যবস্থা করুক কলেজ কর্তৃপক্ষ আজ কিন্তূ কালিয়াগঞ্জ কলেজের আসল চেহারাটা রাজ্যের মন্ত্রীও অতি সহজেই বুঝে গেছেন এবং ক্ষোভ প্রকাশ করতে হয়েছে যাদের নিয়ে সুবর্ন জয়ন্তী তাদের উপস্থিতি কোথায়?কাদের নিয়ে আমরা সুবর্নজয়ন্তী অনুষ্ঠান করছি।সাধারণ মানুষের বক্তব্য এর থেকে কালিয়াগঞ্জ কলেজের শিক্ষা নেওয়া উচিৎ বলেই সবাই মনে করে।একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করা ও সমাজের সকলকে নিয়ে চলাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা হওয়া উচিত বলে সাধারণ মানুষ মনে করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..