January 12, 2025

ভগবানেরও সাধ্য নেই নন্দীগ্রামে মমতাকে পরাজযের হাত থেকে রক্ষা করা,দিদির হার এবার নিশ্চিত-অধীর-

1 min read

ভগবানেরও সাধ্য নেই নন্দীগ্রামে মমতাকে পরাজযের হাত থেকে রক্ষা করা,দিদির হার এবার নিশ্চিত-অধীর-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ এপ্রিল:গত দশ বছরের মমতার রাজত্ব এবার তাসের ঘরের মত ভেঙে পড়তে চলেছে।শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হার এবার নিশ্চিত।ভগবানেরও সাধ্য নেই তাকে এই হার থেকে রক্ষা করতে পারে।শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির মাঠের জনসভায় এই কথাগুলি বলেন সংযুক্ত মোর্চার নেতা তথা লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন গত দশ বছর ধরে এই রাজ্যে একটি দুর্নীতিবাজ সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন মমতা বন্দোপাধ্যয়।তার রাজত্বে বিগত দশ বছরে একটি কল কারখানা হয়নি,বেকারদের চাকরির পরীক্ষা তুলে দেওয়া হয়েছে,অবাধে চলছে কাটমানি নেবার প্রতিযোগিতা,কোন প্রাথমিক শিক্ষকের চাকরি দশ থেকে বারো লক্ষ টাকার খরিদ করতে হয়।মাধ্যমিক শিক্ষকের চাকরী পেতে আরো বেশি দিতে হয়।এই সরকারের উপর থেকে নীচু প্রত্যেকেই দুর্নীতি করা ছাড়া কিছু বোঝেনা।

অধীর চৌধুরী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যা কথার উপর ভিত্তি করে চলে আসছেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নাকি গত দশ বছরে পশ্চিমবঙ্গে এক কোটি ২০লক্ষ বেকারের চাকরি দিয়েছেন যা লজ্জার কথা।মুখ্যমন্ত্রীর এই কথায় মানুষ শুধু নয় ঘোড়াও হাসে।অধিরবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি বিষয়ে দেশের মধ্যে প্রথম হয়েছেন।যার মধ্যে কয়লা পাচার ও গরু পাচার শিল্পে দেশের মধ্যে।প্রথম স্থান দখল করেছে।সংযুক্ত মোর্চার নেতা অধীর চৌধরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দারিদ্রের দারিদ্রকতাকে

খরিদ করে গত দশ বছর ধরে ব্যবসা চালিয়ে আসছে।মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই রাজ্য বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন।ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দলেরই হাত ধরতে হবে তার দৃঢ় বিশ্বাস।বিজেপি এবং তৃণমূল দল পয়সার এপিঠ আর ওপিঠ।অধিরবাবু দুঃখ করে বলেন কালিয়াগঞ্জে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সীর খাস তালুকে এসেছি অথচ প্রিয়দাই নেই।ভাবতে অবাক লাগে।তিনি বলেন কালিয়াগঞ্জের মানুষ স্বর্গীয় প্রিয় রঞ্জন দাসমুন্সীর প্ৰতি শ্রদ্ধা জানাতে সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারকে জয়ী করবে এই বিশ্বাস তার আছে। অধিরবাবু বলেন প্রিয়দার প্ৰতি সন্মান জানানোর এটাই পথ।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে প্রয়াত সর্বভারতীয় নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর একটি অসাধারন ছবি উপহার তুলে দেন কংগ্রেস দলের বিদায়ী কমিশনার মঞ্জুরী দত্ত দাম।প্রিয়রঞ্জন দাসমুন্সীর ছবি পেয়ে অধিরবাবু ভীষন খুশি হয়েছেন বলে জানা যায়। পরিশেষে সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারকে অধিরবাবু জয়ী করবার আহ্বান জানান।মোর্চার ডাকা

জনসভায় বক্তব্য রাখেন সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক অপূর্ব পাল।তিনি বলেন শুধু আমরাই চাইনা এ রাজ্যের মানুষ এবার দেখতে চায় সংযুক্ত মোর্চার শ্বছ ভাবমূর্তির একটি সরকার।প্রিয়রঞ্জনের খাস তালুক কালিয়াগঞ্জের জনসভায় দীপা দাসমুন্সী না থাকায় অনেকেই ক্ষুব্ধ বলে জানা যায়।।সভায় সভাপতিত্ব করেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।সভায় উঅস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি, সুজিৎ দত্ত,টাউন কংগ্রেস কমিটির সভাপতি তুলসী জয়সোয়াল,যুব নেতা সৌম্য দত্ত, যুব বণগ্রেস নেতা গিরিধারী প্রামানিক সহ বহু কংগ্রেস সমর্থকগন। অনুষ্ঠানের শেষে তৃণমূল দল থেকে অনেকেই কংগ্রেস দলে এসে অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *