January 12, 2025

সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে ছাত্র যুবর পক্ষে পথসভা

1 min read

সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে ছাত্র যুবর পক্ষে পথসভা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭ এপ্রিল:বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার ফোয়ারা মোড়ে সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে সংযুক্ত মোর্চার ছাত্র যুব র পক্ষ থেকে একটি পথ সভা হয়।পথ সভায় বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের বাম প্রভাবিত শিক্ষক সংগঠনের নেতা অয়ন দত্ত।তিনি তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করে বলেন এই দুটি দল দাদা দিদির নাটক মঞ্চস্থ করে যাচ্ছেন বিগত কয়েকমাস ধরেই।রাজ্যের মানুষদের দিশা দেখানোর কাজ তারা করেনা।শুধু ক্ষমতা কি করে দখল করবো এই চিন্তায় চমৎকার।রাজ্যে তৃণমূল দল মিথ্যাকে আশ্রয় করে সিঙ্গুর আন্দোলনের ফসল ঘরে তুলে সাধারণ মানুষদের পথে বসিয়েছে।স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন সিঙ্গুর কৃষকদের আন্দোলনে গুলি চালিয়েছিল তার দলের নির্দেশে বামফ্রন্ট সরকারের পুলিশ মন্ত্রীর নির্দেশে নয়। তৃণমূল সরকারের আমলে ছেলেদের চাকরি

দেবার নাম করে বাড়িতে থাকা অলঙ্কার ও জমি বিক্রি করার ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা কমিয়ে মানুষদের পথে বসিয়েছে আবার বিজেপি নামক দল তারাও সোনার বাংলা বানাবে বলে আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরছে।এবারের বিধান সভা নির্বাচনে আমরা সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারের পক্ষে ভোট প্রচার করতে এসে শুধু একটা আবেদনই করবো আমাদের প্রার্থীকে আপনার মূল্যবান ভোট টি দিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থীকে জয়যুক্ত করবেন।যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত বলেন কেন তারা কংগ্রেস ও সিপিআইএম এক হয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন তার ব্যাখ্যা করেন।তিনি বলেন তাদের দুই দলের আলাদা আলাদা নীতি থাকলেও সাধারন মানুষের সমস্যার দাবি নিয়ে তারা আন্দোলন করেছে।

তাই দুর্নীতিগ্রস্থ তৃণমূল ও বিজেপি দল থেকে দূরে থাকার আহ্বান জানান।কারন এরা কয়েনের এপিঠ আর ওপিঠ।সোনার বাংলা গরবার জন্য ২০১১সালে জনগণকে ধোকা দিয়ে তৃণমূল ক্ষমতায় এসে দুর্নীতির পাহাড় তৈরি করেছে।তাই স্বচ্ছ ভাবমূর্তির সরকার একমাত্র সংযুক্ত মোর্চাই গড়তে পারে বলে সৌম্য দত্ত বলেন।সংযুক্ত মোর্চার লড়াকু নেতা তমাল বোস তার জ্বালাময়ী বক্তব্যে বলেন ভোটে সবার লরবার অধিকার আছে।কিন্তু সবার মধ্যে থেকে এমন প্রার্থীকে বেছে নিতে হবে যে দলের কোন দালালকে আপনার শিক্ষিত ছেলে মেয়ের চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা কাটমানি দিতে হবেনা।কারন এমন দুটি দল আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসবে তাদের যেকোন একটি দল জয়ী হলেই ধরে নিতে হবে আবার পাঁচ বছরের জন্য আপনি নিশ্চিন্ত হতে পারেন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যত অন্ধকার হবেই।তাই দশবার ভাববেন আপনার একটি ভোট এ রাজ্যের পক্ষে মঙ্গলও হতে পারে আবার দুর্বিষহ জ্বালাও এনে দিতে পারে।তাই শ্বছ ভাবমূর্তির দল সংযুক্ত মোর্চার স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী প্রভাস সরকারকেই ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানালাম।সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ভোম্বল সমাজদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *