বীরনগর স্পোটিং এ্যাসোসিয়েশনের ১৯ তম বর্ষ মাঠ ও মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর– শুক্রবার সন্ধ্যায় সংস্থার পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালনের পর প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে চারদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। এলাকার মানুষের স্বার্থে এদিন একটি অক্সিজেন সিলিন্ডারের উদ্বোধন করা হয়।এটি দান করেছেন সংস্থার শুভানুধ্যায়ী বিনয় লালা। উপস্থিত ছিলেন বিধায়ক মোহিত সেনগুপ্ত, কালচারাল ফোরামের সাধারন সম্পাদক পবিত্র চন্দ, পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের শরবিন্দ বাজাজ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল, সংস্থার সভাপতি দেব কুমার দত্ত, সমাজসেবী সুব্রত সরকার, প্রাক্তন সভাপতি মুকুল বিকাশ ভট্টাচার্য, সমাজসেবী তথা শিল্পপতি মুক্তেশ ঘোষ, ব্যাবসায়ী উজ্জ্বল বসাক, সংস্থার সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, বিদ্যুৎ রায়, সাংস্কৃতিক সম্পাদক সুব্রত সরকার সহ অন্যান্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পাল তার বক্তব্যে বলেন সংক্ষিপ্ত ভাষণে বলেন দশ আঙুলের ব্যবহারে যে স্বাস্থ্য চর্চা হত তা আজ এক আঙুলের মোবাইল চর্চায় পরিণত হয়েছে।মানুষের যত মোবাইল চর্চা বাড়ছে হাসপাতালের স্বাস্থ্য চর্চা ও তার সাথে তাল রেখে বেড়ে চলেছে।তিনি বলেন স্বাস্থ্য ব্যবসায়ীদের দোষ দিয়ে ক9ন লাভ নেই।আসল দোষটা শুরু ,হচ্ছে পরিবারের কিছু কুঅভ্যাস যেমন বাচ্চা একটু কাঁদলেই প্ৰকৃত শিক্ষা না দিয়ে তার হাতে মোবাইল শিক্ষা হাতে ধরিয়ে দিয়ে মাঠ ও মঞ্চ শিক্ষা থেকে তাকে দূরে সরিয়ে রাখা ।যার পরিণাম স্বাস্থ্য হারানোর সাথে সাথে মানসিক স্বাস্থ্যেরও অবক্ষয়।এর থেকে আমাদের দূরে থাকতে হবে।তাহলেই মাঠ ও মঞ্চের প্ৰকৃত উদ্দেশ্য সফল হতে পারে।বর্তমান প্রজন্মের সাথে শুক্রবার দলগত নৃত্য, শনিবার আবৃত্তি, যোগাসন, মডেলিং, যেমন খুশি নাচো, রবিবার অনুষ্ঠিত হবে অংকন, রবীন্দ্র সংগীত, রুপসজ্জা, ক্যুইজ এবং সোমবার শেষদিন অনুষ্ঠিত হবে যেমন খুশি গাও, যেমন খুশি নাচো, যেমন খুশি মঞ্চে আসো এবং রাত্রি ৭ টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা। গত ৬ ডিসেম্বর মাঠ ও মঞ্চ অনুষ্ঠানের শুভ সূচ না হয়। নক আউট টি- ২০ ক্রিকেVট টুর্ণামেন্ট, ক্যারাম, ম্যারাথন ব্রীজ, রোডরেস, দিবারাত্রি ফুটবল টুর্ণামেন্ট, গৌরব পদ যাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা এবং রক্তদান অনুষ্ঠান চলে ২০ ডিসেম্বর পর্যন্ত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});