January 12, 2025

কালিয়াগঞ্জ এর রাস্তাঘাট গুলোর অবস্থা অমরেশ পুরির গালের মতন হয়ে রয়েছে বললেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী

1 min read

কালিয়াগঞ্জ এর রাস্তাঘাট গুলোর অবস্থা অমরেশ পুরির গালের মতন হয়ে রয়েছে, বললেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী

তনময় চক্রবর্তী দিদি বলছিল খেলা হবে। সেই খেলা খেলতে গিয়ে দিদি এখন নিজেই চলতে পারছেন না নাকি নাটক করছেন উনি জানেন । কারণ নাটক উনি এর আগেও দেখিয়েছেন। আজ কালিয়াগঞ্জে এমনই মন্তব্য করলেন সাংবাদিকদের কাছে বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তিনি বলেন নন্দীগ্রাম ও সিঙ্গুর এর ঘটনা য় মুরগির মাংস খেয়ে নাটক করেছিলেন তারপর চপ্পল পড়ে নাটক করেছেন। শেষে যখন ডুবে যাবার পালা সেসময় উনি পা ভেঙে নাটক করছেন। বিশ্বজিৎ বাবু বলেন উনি পা ভেঙ্গে যতই নাটক করুক না কেন তিনি যে খেলার জন্য চ্যালেঞ্জ করেছিল আমরা সেই খেলার জন্য তৈরি। খেলা তো হবেই আর ঘরে ঘরে পদ্ম ফুল ফুটবে। আর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টি উপনির্বাচনের জবাব দিবে এবার। শুধু তাই নয় কালিয়াগঞ্জ এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসকে এবার শূন্য হাতে ফিরিয়ে দিব। বিশ্বজিৎ লাহিড়ী এদিন আরো বলেন নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। কোন জায়গায় কোন ত্রুটি বিচ্যুতি হলে তাগ এবং জানাচ্ছেন তেমনই নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করে বিজেপি ও চলছে এখানে। তিনি বলেন কালিয়াগঞ্জে প্রার্থী নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ এর কথা উঠছে সেটা কোন ভিত্তি নেই। এখানে কোন ক্ষোভ-বিক্ষোভ নেই। কারণ ঘরের ছেলে কোন কোন সময় মন খারাপ করে।

দুঃখ হয় তার জন্য দুঃখটা দেখাবার জায়গা থাকে না। তখন মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। তাই কালিয়াগঞ্জ এর কার্য কর্তারা চিন্তা করছিল কেউ কেউ স্বপ্ন দেখছিল কেউ কেউ আবার কারো কারো সাপোর্টও ছিল। স্বাভাবিকভাবে তা ছিল। আর বিজিপি গণতান্ত্রিক একটি দল। প্রত্যেককে অনুমতি দেওয়া হয়েছিল প্রার্থী পদের জন্য আবেদন করার জন্য। তারা আবেদন করেছিল। আর পার্টি যখন নির্ণয় নেয় তখন পার্টির নির্ণয় কে সর্বোপরি নির্ণয় মনে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রা মনে করে ব্যক্তি নয় দল বড়। আর দল নয় দেশ বড়। দেশের স্বার্থে পদ্ম ফুল তাদের প্রতীক। আর তার জন্য তারা কাজ করে চলছেন। তিনি বলেন ৫৬ হাজার ভোটে লোকসভা ভোটে এগিয়ে ছিল বিজেপি। আর সেটাকে আমরা লক্ষাধিক ভোটে লীড করার জন্য তার প্রয়াস চলছে। তিনি বলেন এই লক্ষ্যে সমস্ত কার্য কর্তারা গ্রামগঞ্জ বাড়ি বাড়ি তারা যাচ্ছেন। তার প্রমাণ আজকের এই জনঢল। তিনি বলেন আগামী দিনে এর চেয়ে আরো বড় জনগণের জোয়ার আসবে কালিয়াগঞ্জ এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বজিৎ লাহিড়ী বলেন যে সুনামি আস্তে চলছে আগামী ২২ তারিখে তার ফল আগামী ২ মে ইভিএম আছে পড়বে। আর এতেই উত্তর দিনাজপুর জেলা থেকে তৃণমূল কংগ্রেস পুরোপুরি সাফ হয়ে যাবে। বিশ্বজিৎ বাবু বলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক যিনি ছিলেন তিনি গত বিধানসভা উপনির্বাচনে সাত দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে তিনি সেই সাত দফা প্রতিশ্রুতি পালন করবেন। কিন্তু মমতা দিদি তো তার কথা শুনেননি। তাই তিনি সাত দফা প্রতিশ্রুতি পালন করতে পারেননি। তিনি বলেন কালিয়াগঞ্জে গ্রামগঞ্জে গেলে দেখা যাবে রাস্তাঘাট খারাপ আছে। এখানে স্বাস্থ্যের অবস্থা বেহাল। কালিয়াগঞ্জ এর মানুষের চাহিদা আছে এখানে জেলা হাসপাতাল হোক। এখানে পরিবহন ব্যবস্থা ও খারাপ। তিনি সবশেষে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবার বলেছিলেন আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে রাস্তাঘাটগুলো কে হেমা মালিনীর গালের মতন করে দিবেন কিন্তু এখানে হেমা মালিনীর গালের মতো তো হয়নি সব রাস্তাঘাটগুলো অবস্থা অমরেশ পুরির গালের মতন হয়ে আছে। এর জবাব মানুষ দিবে আগামী ২২ এপ্রিল ভোট বক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *