January 12, 2025

রঙের উৎসবে মাতলেন দুই রাজনৈতিক দলের প্রার্থীরা।

1 min read

রঙের উৎসবে মাতলেন দুই রাজনৈতিক দলের প্রার্থীরা।

নুর আইন, চাঁচল; ২৯মার্চ: নির্বাচনের প্রাক্কালে রঙের উৎসবে মাতলেণ দুই রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে রং দিয়ে নয় শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন তারা। সোমবার সকাল ৯ টা নাগদ চাঁচোল বিধানসভার তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ দলীয় প্রচারে বের হন প্রচার চলাকালীন আচমকাই চাচোল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রামের বাড়ির সামনে এসে উপস্থিত হন।

তারপর বিজেপি প্রার্থী কে ডেকে নিয়ে তাকে দোল উৎসবের শুভেচ্ছা জানান নীহার বাবু। বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানালেও নিজে রঙ মাখবেন না বলে জানালেন নীহার বাবু। সম্প্রতি নীহার বাবুর বাবার মৃত্যু হওয়াই রীতি মেনে এক বছর কাল শৌচ পালন করতে হচ্ছে তাকে। রং এর বদলে দুজন দুজনকে দোল উৎসবের শুভেচ্ছা জানান করেন কুলাকলি। এইভাবে দোল উৎসবে মেতে উঠলেন চাচোল এর দুই রাজনৈতিক দলের প্রার্থী।চাচোল বিধানসভার তৃণমূল প্রার্থী নীহার রঞ্জন ঘোষ জানান, রাজনৈতিক মঞ্চে আমাদের মতবিরোধ থাকতেই পারে কিন্তু অনুষ্ঠানের মতভেদ আমাদের কোথাও নাই। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তার বাড়ির সামনে গিয়ে তাকে দোল উৎসবের শুভেচ্ছা বার্তা দিলাম।

অন্যদিকে বিজেপি প্রার্থী দীপংকর রাম বলেন, চাঁচল বিধানসভা তৃণমূল প্রার্থী নীহার বাবু আমার বাড়িতে এসে আমাকে দোল উৎসবের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন,পাস্পাসিয় উনি আমার পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করেছেন।

খুব ভালো লাগছে।দোলের রঙে, বাংলার সংস্কৃতির রঙে, রাজনীতির রং কে মিশতে দিতে চান না দুই দলের প্রার্থীরা। আর সেই কারণে একদিকে যেমন সবুজ আবির গালে মাখলেন তেমন গেরুয়া আবীর গালি মাখলেন দুই দলের কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *