January 12, 2025

কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় ভোটের ময়দানে নেমেই বললেন রাজ্যে এবার ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হচ্ছেই

1 min read

কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় ভোটের ময়দানে নেমেই বললেন রাজ্যে এবার ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হচ্ছেই

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯ মার্চ: অনেক দেরিতে হলেও কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্ব ও সমর্থককদের মান অভিমানকে গুরুত্ব না দিয়ে কালিয়াগঞ্জের বহিরাগত বিজেপি প্রার্থী সৌমেন রায় ভোটের ময়দানে প্রচার কাজে নেমেই বললেন রাজ্যে এবার ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছেই।তাই আপনার ভোটটি বিজেপিকেই যে আপনারা দিচ্ছেন তা পরিষ্কার।

তিনি কালিয়াগঞ্জ বিধান সভার অন্তর্ভুক্ত রায়গঞ্জ ব্লকের বড়ুয়া ও বীরঘই অঞ্চলে কতিপয় সমর্থকদের নিয়ে প্রচারের কাজে নেমে পড়েন।কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী বলেন আমার সম্পর্কে কালিয়াগঞ্জের বিজেপি নেতৃত্বদের মধ্যে একটিযে চাপা ক্ষোভ আছে তা দুই এক দিনের মধ্যেই মিটে যাবে।আমি চাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা জোর কদমে নেমে পড়তে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস।

কালিয়াগঞ্জের মানুষ মন স্থির করে ফেলেছে।এবার তারা কালিয়াগঞ্জ বিধান সভায় বিজেপি প্রাথীকে জয়ী করে এই এলাকার সার্বিক উন্নয়ন ঘটাতে সমর্থ হবে।বিজেপি প্রাথী সৌমেন রায় বলেন এবারের বিধান সভা নির্বাচনের প্রচারে যে সমস্ত এলাকায় গিয়েছেন তারা বলছেন এবার ভোটে যেহেতু রাজ্যের ক্ষমতায় বিজেপি আসছেই তাই কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রেও আমরা বিজেপি বিধায়ক দেখতে চাই।নির্বাচক মন্ডলীর অনেককেই বলতে শোনা যায় আমরা কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে বাম বিধায়ক দেখেছি,কংগ্রেস বিধায়ক দেখেছি।বিজেপির বিধায়ক কোন দিন কালিয়াগঞ্জে হয়নি।এবার আমরা কালিয়াগঞ্জে বিজেপির বিধায়ক চাই।

কালিয়াগঞ্জে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে।তবে মূল লড়াই হতে চলেছে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী তপন দেব সিংহের সাথে বিজেপির সৌমেন রায়ের।যদিও সংযুক্ত মোর্চার কংগ্রেসের প্রাথী প্রভাস সরকার যে এই নির্বাচনে বড় ফ্যাক্টর হবে তা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।নির্বাচনী দপ্তর সূত্রের খবর থেকে জানা যায়। ২০১৯ শের রায়গঞ্জ লোক সভা নির্বাচনের নিরিখে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে ৬০,৫৯৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন।

শুধু তাই নয়,৯টি বিধান সভা ক্ষেত্রের মধ্যে একমাত্র কালিয়াগঞ্জ বিধান সভা ক্ষেত্র থেকেই ৫৬,৭৬২ টি সর্বোচ্চ ভোট লিড দিয়েছিল বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধূরী যা কালিয়াগঞ্জ বিধান সভা এলাকার বিজেপির নেতৃত্ব ও সমর্থকদের পায়ের ঘাম মাথায় ফেলার কারণেই অসম্ভবকে সম্ভব করে তুলেছিল।বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী মোট ভোট পেয়েছিলেন ৫,০৯,৮৬২ টি ভোট।

সেখানে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল পেয়েছিলেন ৪,৪৯,২৬৯ টি ভোট। কিন্তূ কালিয়াগঞ্জের বিজেপি নেতৃত্ব ও সমর্থকদের বক্তব্য বিধান সভা নির্বাচনের প্রাক্কালে কালিয়াগঞ্জ আসনে বহিরাগত প্রার্থী পরিবর্তনের কথা বিজেপির কালিয়াগঞ্জ নেতৃত্ব তাকে বুঝিয়ে বললেও তিনি স্থানীয় নেতৃত্ব ও সমর্থকদের মনের জ্বালা।মেটানোর কোন পদক্ষেপ না নিয়ে বহিরাগত প্রার্থীকেই সমর্থন করেছেন।স্থানীয় বিজেপি নেতৃত্বের কোন কথাকেই আমল দেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *