কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সমাবেশ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পিয়া গুপ্তা ১৯শে জানুয়ারি ব্রিগেড ঐতিহাসিক সমাবেশ তৃণমূলের।তৃণমূলের কাছে এই সমাবেশ বড় চ্যালেঞ্জ।লোকসভা নির্বাচনের আগে হতে চলা তৃণমূলের ব্রিগেড সমাবেশে প্রস্তুতির লক্ষ্যে জেলায় জেলায় নেতা কর্মীরা নিজেদের ঐক্যবদ্ধ রাখতে এদিন এক বিশাল সভার আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে।এদিনের মহিলা সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃনমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী ও রাজ্যের প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য্য।এদিন তিনি জানান আগামীতে মোদি দেশছাড়া হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেশের রাজনৈতিতে নতুন দিশা দেখাবে জননেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।মমতা ব্যানার্জি আট থেকে আশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নানা প্রকলপ চালু করেছেন।এদিন চন্দ্রিমা ভট্টাচার্য জানান মোদি সরকার মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে গরিব মানুষের শত কোটি টাকা লুট করে চলছে।গরিবের টাকা লুট করে বিদেশে ভ্রমণে বেরোচ্ছে মোদি সরকার।তাই এবারে আর মোদি সরকার চলবে না সাধারণ মানুষ তাদের ছুডে ফেলে দেবে।আগামীতে তাই মোদির লঙ্কা ভেঙে দেবে জননেত্রি মমতা বন্দোপাধ্যয। আর তার হাতকে শক্ত করতে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসন জননেত্রীকে উপহার দিতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী লোকসভা নির্বাচনের জন নেত্রী মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় পথ প্রদর্শক হবেন।এদিনের মহিলা জেলা সমাবেশে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জোড়াসাকড় বিধানসভার বিধায়ক স্মিতা বক্সী, উপস্থিত ছিলেন জেলা তৃনমূলসভাপতি অথা ইটাহারের বিধায়ক অমল আচার্য,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা তৃনমূল সভানেত্রী সভানেত্রী পুষ্পা মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, সহ সভাধিপতি ফারাত বানু, পূর্নেন্দু দে,জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, জেলা তৃনমুল কংগ্রেসের মহিলা সভাপতি পুষ্পা মজুমদার, এছাড়াও ইসলামপুরের বিধায়ক তথা পৌরসভার পৌরপ্রধান কানাইলাল আগরওয়াল, করনদিঘী বিধায়ক মনোদেব সিনহা ,রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস ও কার্তিক চন্দ্র অয়াল, জেলার তৃনমূল কংগ্রেস যুব সভাপতি গৌতম পাল,তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অশীম ঘোষ, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্ত্তিক চন্দ্র পাল, প্রমুখ ব্যক্তিবর্গ ।এদিনের এই সভায় মহিলাদের ভীড় ছিল চোখে পড়ার মত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});