January 12, 2025

নীহারের মাটি শক্ত করতে নির্বাচনী প্রচারে চাঁচলে আসছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

1 min read

নীহারের মাটি শক্ত করতে নির্বাচনী প্রচারে চাঁচলে আসছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

নুর আইন, মালদা(চাঁচল):- নীহারের মাটি শক্ত করতে নির্বাচনী প্রচারে চাঁচলে আসছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার চাচোলের কলমবাগান প্রার্থীর সমর্থনে এই প্রকাশ্য জনসমাবেশ করবেন তিনি। ফিরহাদ হাকিমের জনসভা কে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। আজ বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শন করেন চাচোল বিধানসভার তৃণমূল প্রার্থী নীহার রঞ্জন ঘোষ। এদিন চাচোল কলমবাগান মাঠে সভাস্থলের প্যান্ডেল ও মঞ্চের কাছ থেকে খতিয়ে দেখেন। এদিন সভাস্থল পরিদর্শনে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচোল পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে, চাঁচোল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম সরকার, মালদা জেলা পরিষদের সদস্য সামিউল ইসলামসহ দলীয় কর্মীরা।উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।

প্রার্থীর সমর্থনে চাঁচোলের কলম বাগানে আজ ২৫ তারিখ কর্মীসভা করার কথা ছিল পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের। কিন্তু কোনো কারণবশত সেই সভাস্থলের দিন তারিখ পিছিয়ে আগামী শনিবার ২৭ তারিখ করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১ টা নাগাদ হেলিকপ্টারে করে চাচোল এর পাঞ্চালি মাঠে অবতরণ করবেন তিনি। সেখান থেকে গাড়ি করে চাচোল কলমবাগান মাঠের সভাস্থলে পৌঁছাবেন ফিরহাদ হাকিম। চাচোল কলমবাগান মাঠে মূল মঞ্চ ছাড়াও আরো একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে থাকবেন দলীয় স্তরের নেতাকর্মীরা। ইতিমধ্যে জোর কদমে চলছে সভাস্থল তৈরীর কাজ। গোটা মাঠ চত্বর বাসের ব্যারিকেড দিয়ে খেয়ে ফেলা হয়েছে। কর্মীদের জন্য করা হয়েছে ছাউনির ব্যবস্থা। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করে যান চাঁচল বিধানসভা তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ। সভাস্থল পরিদর্শন শেষে নিহার বাবু বলেন, নির্বাচনী প্রচারে আসছেন পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার চাচোল এর কলম বাগানে তিনি প্রকাশ্য জনসমাবেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *