January 12, 2025

বহিরাগত প্রার্থী পছন্দ না হওয়ায় কালিয়াগঞ্জ শহরে বিজেপির প্রার্থীকে ঢুকতে দেওয়া হলোনা,গাড়ি ভাঙচুর,দলীয় কর্মীদের হাতেই বিজেপির কো কোনভেনার নিগৃহীত

1 min read

বহিরাগত প্রার্থী পছন্দ না হওয়ায় কালিয়াগঞ্জ শহরে বিজেপির প্রার্থীকে ঢুকতে দেওয়া হলোনা,গাড়ি ভাঙচুর,দলীয় কর্মীদের হাতেই বিজেপির কো কোনভেনার নিগৃহীত

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪মার্চ:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে সকাল থেকেই বিজেপির ঘোষিত বহিরাগত প্রার্থী সৌমেন রায়কে নিয়ে ধুন্দুমার কান্ড ঘটে যায়।শোনা যাচ্ছিল বিজেপির বহিরাগত প্রার্থী দৌমেন রায় কালিয়াগঞ্জ শহরে বুধবার দুপুরে কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তা সহ সমস্ত স্তরের বিজর্পি কর্মীদের সাথে পরিচিত হবার জন্য রায়গঞ্জ থেকে রওনা দিয়েছে।

এই কথা শোনার পর খবরটি চাউর হতেই বিজেপি প্রার্থীর গাড়ি কালিয়াগঞ্জ ব্লকের মদনপুর এলাকায় ঢুকলে বিজেপির সমর্থকেরা তার গাড়ি থামিয়ে গো-ব্যাক স্লোগান দিয়ে প্রচন্ড তর্কবিতর্ক হয়।প্রার্থীর গাড়ির কাচও ভেঙে যায়।নিগৃহীত হতে হয় বিজেপির কো-কোনভেনার।এরপর বিজেপি প্রার্থী সৌমেন রায় রায়গঞ্জের কিছু বিজেপি কর্মকর্তাদের নিয়ে রায়গঞ্জে ফিরে যেতে বাধ্য হন।

বিজেপি প্রার্থী কোথায় আছেন তা কেও বলতে পারছিনা।সকাল এগারোটা থেকে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রাম ত্থেকে দলে দলে বিজেপি সমর্থকেরা শহরের হুনুমান ভবনে ভিড় করে।সেখানে বিজেপি সমর্থকদের প্রত্যেকের একটিই দাবি অবিলম্বে বিজেপির

রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বদের দাবি কালিয়াগঞ্জের বহিরাগত ফালাকাটার অচেনা ব্যক্তির নাম বাদ দিয়ে কালিয়াগঞ্জের ভূমি পুত্রকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী করতে হবে।মহিলাদের দাবি ছিল একজন দুশ্চরিত্র ব্যক্তিকে ভোট দেবার জন্য প্রচার করা তাদের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়।

।দুপুরে হনুমান ভবনে বিজেপির সমস্ত স্তরের কর্মীদের নিয়ে একটি সভা হয় সেখানে অজস্র স্বাক্ষর সম্বলিত বিজেপির সমর্থকেরা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে একটি দাবি পত্র পাঠানো হয়।পরবর্তীতেকালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে বিজেপির সমর্থকেরা কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী একজন বহিরাগত অচেনা অজানা ব্যক্তিকে করার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলে ব্যাপক যান জটের সৃষ্টি হয়।পরে পুলিশের হস্তক্ষেপে তাদেরকে।পথ অবরোধ প্রত্যাহার করে নিতে হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *