January 12, 2025

কলকাতার ২ কেন্দ্রে প্রার্থী বদল বিজেপির!‌ ১১কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

1 min read

কলকাতার ২ কেন্দ্রে প্রার্থী বদল বিজেপির!‌ ১১কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

বঙ্গ জয়ের লক্ষ্যে এদিন আরও ১১ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এর পাশাপাশি কলকাতার গুরুত্বপূর্ণ ২ কেন্দ্রে প্রার্থী বদল করল বিজেপি। শহর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র চৌরঙ্গিতে বিজেপি প্রথমে প্রার্থী করেছিল শিখা মিত্রকে। জনপ্রিয় কংগ্রেস নেতা প্রয়াত সোমেন মিত্রর স্ত্রী এর আগেও চৌরঙ্গির তৃণমূল বিধায়ক ছিলেন ২০১১ সালে। চৌরঙ্গি কেন্দ্রে শিখাকে প্রার্থী করে বিজেপি চমক দিতে চাইলেও শিখা মিত্র সাফ জানিয়ে দেন তাঁর অনুমতি না নিয়েই বিজেপি প্রার্থী তালিকায় নাম ঘোষণা করেছিল। তিনি বিজেপি প্রার্থী হচ্ছেন না জানিয়ে দেন। তাই এই হেভিওয়েট কেন্দ্রে তৃণমূলের নয়না ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি এবার প্রার্থী করল দেবব্রত মাজিকে।

উল্টোদিকে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রেও প্রার্থী হিসাবে প্রথমে নাম ঘোষণা করা হয় তরুণ সাহার। তরুণ সাহা হলেন এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী। কাশীপুর-বেলগাছিয়ার দাপুটে এই তৃণমূল নেতা সাফ জানিয়ে দেন বিজেপির থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রার্থী হওয়ার কথা বললেও তিনি জানিয়ে দেন বিজেপিতে যোগ দেবেন না। তারপরও তাঁর নাম ঘোষণা করেছিল বিজেপি।কিন্তু এবার সেই কাশীপুর-বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী করল দলের উত্তর কলকাতা জেলার সভাপতি শিবাজি সিংহ রায়কে। এর পাশাপাশি আজ বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে উত্তর চব্বিশ পরগণার বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিশ্বজিত্‍ দাসকে। ঘটনাচক্রে বিশ্বজিত্‍ দাসকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল তিনি বিজেপি ছেড়ে আবার পুরনো দল তৃণমূলে ফিরতে পারেন। আপাতত সেই জল্পনা বাস্তবায়িত হওয়ার কোনও সুযোগ নেই।এর পাশাপাশি পাহাড়ের ৩ কেন্দ্রেও আজ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কালিম্পংয়ে বিজেপি প্রার্থী করা হয়েছে সুব্বা প্রধানকে, দার্জিলিংয়ে এবার বিজেপি প্রার্থী হলেন নীরজ তামাং জিম্বা। যিনি কিনা পাহাড়ের দাপুটে জিএনএলএফ নেতা হিসাবে পরিচিত। কার্শিয়াংয়ে বিজেপি প্রার্থী করেছে বিষ্ণু প্রধান শর্মাকে।কলকাতার রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন সেনা আধিকারিক সুব্রত সাহাকে। বালুরঘাটে বিজেপি প্রার্থী হলেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। গাইঘাটায় বিজেপি প্রার্থী করেছে মতুয়া সম্প্রদায়ের সুব্রত ঠাকুরকে। বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে সুব্রত মৈত্রকে।বঁনগা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অশোক কীর্তনিয়াকে। করণদিঘিতে বিজেপি প্রার্থী করেছে সুভাষ সিংকে। ইটাহার কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অমিত কুমার কুণ্ডুকে। ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসবে দলীয় প্রার্থীদের জেতাতে মরিয়া হয়ে রাজ্যে প্রচারে ঝড় তুলতে দেখা যাবে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *