January 12, 2025

তীব্র কটাক্ষ সৌগতর, বিজেপি হারার আগেই হেরে গেল যোগ্য প্রার্থীর অভাবে

1 min read

তীব্র কটাক্ষ সৌগতর, বিজেপি হারার আগেই হেরে গেল যোগ্য প্রার্থীর অভাবে

২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আজ বিজেপি। তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে আজ বিজেপি।তার মধ্যে ৪ জন সাংসদ রয়েছেন। স্বপন দাশগুপ্ত ,নিশীথ প্রামানিক, লকেট চট্টোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা হয়েছে। বাবুল সুপ্রিয় প্রার্থী হয়েছেন টালিগঞ্জের, চুঁচুড়ার প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। দিনহাটায় প্রার্থী করা হয়েছে নিশিথ প্রামানিককে, তারকেশ্বরে স্বপন দাস গুপ্তকে প্রার্থী করা হয়েছে। এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

তিনি বলেছেন,বিজেপির অবস্থা কতটা খারাপ তা ওদের প্রার্থী তালিকা প্রকাশের মধ্যেই বোঝা যাচ্ছে।ওদের যোগ্য প্রার্থীর অভাব ছিল তা ওদের প্রার্থী তালিকার মধ্যে দিয়ে প্রকাশ পেল। সৌগত রায় বলেন সাংসদরা যদি জয়ী হন তাহলে ওই কেন্দ্রে আবার উপনির্বাচন হবে। এমনটা কেউ চায়না। বিজেপি প্রার্থী করার তেমন কেউ নেই তা বোঝা গেল তাঁদের প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে। তিনি বলেন বিজেপি হারার আগেই হেরে গেল প্রার্থীর অভাবে। বিধানসভা ভোটে বাঘের মুখে ঠেলে দিল বিজেপি তাঁদের সাংসদদের।আবার উল্টোদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূল টিকিট না দেওয়ায় তিনি বিজেপিতে যোগদান করেন। বিজেপির প্রার্থী তালিকায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম দেখা গেল আজ। সিঙ্গুর থেকেই তিনি প্রার্থী হয়েছেন। এই প্রসঙ্গে সৌগত রায় বলেন মুখ নেই কি আর করবে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বয়স ৮৮। ৭৫ বছরের বেশি হয়ে গেলে তাঁকে কেন্দ্র সাংসদ করেন না। অথচ পশ্চিমবঙ্গে ওদের অবস্থা খারাপ হওয়ায় সব নিয়ম ভাঙতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *