January 12, 2025

দিল্লিতে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী কে হচ্ছেন চাপা টেনশন বিজেপি পদপ্রার্থীদের মধ্যে?

1 min read

দিল্লিতে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী কে হচ্ছেন চাপা টেনশন বিজেপি পদপ্রার্থীদের মধ্যে?

তন্ময় চক্রবর্তী দিল্লিতে পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ কিছুক্ষণ আগে বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। ২৩৪ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এই বৈঠক।

বৈঠকে উপস্থিত থাকবেন মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো নেতারা।এদিকে যতই সময় এগিয়ে আসছে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার নজর কারা কেন্দ্র কালিয়াগঞ্জ এ ততই বিজেপি পদ প্রার্থীদের মধ্যে টেনশন বেড়ে চলছে।চোখে মুখে তার স্পষ্ট ভাব দেখা যাচ্ছে।মনে হচ্ছে তাদের দেখে খেলার আগে নিজেদের মধ্যে খেলা চলছে ।এখানে সবচেয়ে উল্লেখ যোগ্য ব্যাপার হলো বিজেপির পদপ্রার্থীরা কেউ জোর গলায় বলতে পারছে না যে তিনি হতে পারেন বিজেপির সেই পদ্ম আসনের ভাগীদার।তবে যাই হোক না কেন প্রথম পর্যায়ে কালিয়াগঞ্জ এ বিজেপির ৩২ জন বিধায়ক পদপ্রার্থীর মধ্যে এখন মাত্র চারজন শেষ দৌড়ে আছেন।আর এই চার জনের মধ্যে থেকে শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখার বিষয়। বিশ্বস্ত সূত্রে জানা যায় এই চার জনের মধ্যে যারা যারা এখন রয়েছেন দৌড়ে ।আর যাদের মধ্যে থেকে দিল্লিতে একজন কে বেছে নেওয়া হবে তারা হলেন কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌর পতি কার্তিক চন্দ্র পাল যেমন রয়েছে তেমন রয়েছে কালিয়াগঞ্জ টাউন মন্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ,বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস,তেমন ই গৌরাঙ্গ দাস।বিশ্বস্ত সূত্রে জানা যায় এই চারজনের মধ্যে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতার চলছে দারুণভাবে।

বিজেপির একটি মহল থেকে জানা যায় এবার কালিয়াগঞ্জ আসনে এমন এক জন কে বিজেপি নাকি প্রার্থী করতে চলছে যার জেতার সম্ভাবনা রয়েছে।এর পাশাপাশি সেই ব্যাক্তির রাজনীতির ময়দানে লড়াই করার মত মানসিকতা যেমন থাকতে হবে। তেমনি সমাজে তার কতটা প্রভাব রয়েছে সেদিকেও বাছ বিচার করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পর্যায়ে এক বিজেপি নেতা বলেন এই প্রতিবেদক কে।তবে এই খেলায় যেই জয়ী হোক না কেন পরবর্তী তে প্রতিদ্বন্দী বিরোধী দলের সঙ্গে লড়াই করার সময় সবাই যে এক হয়ে লড়াই করবে সে ব্যাপারেও রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কড়া নির্দেশ ইতিমধ্যে জেলা নেতৃত্তের কাছে চলে এসেছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো চাপা টেনশনে রয়েছে কালিয়াগঞ্জ এর বিজেপি কে প্রার্থী হবে সে নিয়ে বিজেপির পদপ্রার্থীরা। তবে যাই হোক না কেন এই চারজনের মধ্য থেকেই এবার যে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে চলছে কোন একজন সে নিয়ে কোন সন্দেহ নেই।তবে পদপ্রার্থী নিয়ে যতই লড়াই হোক না কেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লড়াই এখানে শুভেন্দু অধিকারীর অনেকটা কারিশমা কাজ করবে সে নিয়ে কোন দ্বিমত নেই। কারণ একটা সময় উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। সেই জন্য এই জেলার মাটি এই জেলার রাজনৈতিক লড়াই শুভেন্দু বাবুর হাতের মুঠোয়। তাই কাকে দিয়ে এই লড়াই এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে জয়ের হাসিটা বিজেপি নিয়ে আসতে পারবে সেটা শুভেন্দু বাবু অনেকটাই জানেন। তাই কালিয়াগঞ্জ শুভেন্দু অধিকারী র প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *