January 12, 2025

মমতাকে টেক্কা দিলেন শুভেন্দু

1 min read

মমতাকে টেক্কা দিলেন শুভেন্দু

এক সময়ে ছিলেন সহযোদ্ধা। কাঁধে-কাঁধ দিয়েই লড়াই করতেন। কিন্তু এখন প্রতিপক্ষ শিবিরে অবস্থান দু’জনের। শুধু তাই নয়, ভোটযুদ্ধের আসরে দুজনে প্রতিপক্ষ। জমি আন্দোলনের অন্যতম আঁতুরঘর নন্দীগ্রাম থেকে ভোট ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুজনেই। গোটা দেশ অধীর তাকিয়ে তাঁদের লড়াইয়ের ফলাফলের দিকে। শেষ পর্যন্ত ভাগ্যদেবী কার প্রতি প্রসন্ন হলেন, তা জানতে আগামী ২ মে অপেক্ষা করতে হবে। কিন্তু ভোটে লড়াইয়ের আগে অন্তত প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

প্রতিপক্ষের চেয়ে কয়েকগুন ধনী তিনি। অর্থে-বৈভবে কয়েক গুন এগিয়ে। শুক্রবার নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া বিজেপি প্রার্থীর হলফনামাতেই এমন তথ্য উঠে এসেছে।গত বুধবার নন্দীগ্রামের জন্য হলদিয়া মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময়ে হলফনামায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর হাতে নগদ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ধরে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। ওই অস্থাবর সম্পত্তির মধ্যেই রয়েছে কিছু অলঙ্কার, যার পরিমাণ ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম। নিজের নামে কোনও গাড়িও নেই। নেই চাষযোগ্য জমি অথবা বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য কোনও স্থান। পৈতৃক সূত্রে তিনি কোনও সম্পত্তির অধিকারীও নন।তৃণমূল সুপ্রিমো হলফনামায় জানিয়েছিলেন, ২০১৯-২০ আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর বার্ষিক আয় ছিল ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা। আয়কর, জিএসটি, পুরসভার সম্পত্তি কর বাবদ কোনও বকেয়াও নেই তাঁর। নেই কোনও স্বোপার্জিত সম্পত্তিও। টানা দশ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *