January 12, 2025

চোপড়ায় কংগ্রেসে বড় ভাঙন,চোপড়া কংগ্রেসের ব্লক সভাপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক রায় অবশেষে গেরুয়া শিবিরে যোগ

1 min read

চোপড়ায় কংগ্রেসে বড় ভাঙন,চোপড়া কংগ্রেসের ব্লক সভাপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক রায় অবশেষে গেরুয়া শিবিরে যোগ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১০মার্চ:শুধু মাত্র সাশক তৃণমূল দলেই ভাঙন শুরু হয়েছে তা নয়,কংগ্রেস দলেও শুরু হয়েছে ভাঙনের খেলা।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকও ভাঙনের খেলার অংশীদার হল।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা ব্লক সভাপতি অশোক রায় বিজেপির

রায়গঞ্জের দলীয় কার্যালয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিরীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দিলেন।তার সাথে কংগ্রেস নেতা ফজলুর রহমানও বিজেপিতে যোগ দিলেন বলে জানালেন বিজেপির উত্তর দিনাজুর জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে সারা দিয়ে বিজেপিতে সমস্ত রাজনৈতিক দল থেকেই আমাদের বিজেপিতে আসছে।মানুষ এ রাজ্যে বর্তমান সরকারকে উৎখাত করবার জন্য মানুষ মন স্থির করে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *