কালিয়াগঞ্জের কংগ্রেস দল দুই একজনের মর্জি মত চালাচ্ছে,ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন মহিলা কংগ্রেসের জেলা নেত্রী ধীতশ্রী রায়-
1 min readকালিয়াগঞ্জের কংগ্রেস দল দুই একজনের মর্জি মত চালাচ্ছে,ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন মহিলা কংগ্রেসের জেলা নেত্রী ধীতশ্রী রায়-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯মার্চ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর ও ব্লকে কংগ্রেস চলছে শহরের দুই এক জনের অঙ্গুলি হেলনে ও মর্জিমাফিক।।ফলে কংগ্রেসের হাল যা হবার তাই হয়েছে।বিধান সভা নির্বাচনের মুহূর্তে মঙ্গলবার এই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা কংগ্রেসের সম্পাদিকা ধীতশ্রী রায়।মহিলা কংগ্রেস নেত্রী ধীতশ্রী রায় বলেন তিনি আশ্চর্য হয়ে লক্ষ করছেন গত ২০১৯ সালে বাবা তথা কালিয়াগঞ্জের প্রয়াত বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায়ের মৃত্যুর পর কালিয়াগঞ্জ বিধান সভা উপনির্বাচন তাকে প্রার্থী করা হয়েছিল। কিন্তূ আমি পরাজিত হয়েছিলাম।উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল দলের প্রার্থী তপন দেব সিংহ।
কিন্তূ আশ্চর্যের সাথে লক্ষ করছি এবারের নির্বাচনে কালিয়াগঞ্জের কংগ্রেস নেতৃত্ব আমার সাথে কোন রকম আলোচনা করবার প্রয়োজন মনে করেন নি। আমিও তো নির্বাচনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারতাম।ধিতশ্রীদেবী বলেন আমি প্রার্থী হব কি হব না সেটা অনেক পরের ব্যাপার ছিল।আমার সাথে বিধান সভা নির্বাচন নিয়ে আজ পর্যন্ত কেউ কোন কথা বলার সময় পাননি কোন কংগ্রেস নেতা।এবারের বিধান সভা নির্বাচন নিয়ে তার সাথে অন্তত একবার নির্বাচনে দাঁড়ানোর ব্যপারে কথা বলতে পারতেন।যদিও এবারের নির্বাচনে তিনি ব্যক্তিগত অসুবিধার কারনে দাঁড়াতেন না।এবারের বিধান সভা নির্বাচনে অন্তত একবার তার সাথে কথা বলতে পারতেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস অথবা শহর কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত অথবা তুলসী জয়সোয়াল।শুধু তাই নয় আমাকে কোন ব্যাপারে তারা কোন খবর দেয়না। আমি মনে করি এই সব কারণেই কালিয়াগঞ্জে কংগ্রেসের এই করুন অবস্থা।আর এর জন্য দায়ী কালিয়াগঞ্জের বর্তমান কংগ্রেস নেতৃত্বদের এই ধরনের অহংকার।সবাইকে নিয়ে চলার জন্য যে মানসিকতা প্রয়োজন সেই মানসিকতার বড়ই অভাব রয়েছে আমাদের কালিয়াগঞ্জ কংগ্রেস নেতৃত্বদের।যদি ও কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত কংগ্রেস সম্পাদিকা ধীতশ্রী রায় সম্পর্কে বলেন তিনি যদি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হতেন তাহলে তিনি নিজেই সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করতেন।কাজেই ভোটের আগে এসব কথা বলে বাজার গরম করা ছাড়া আর কিছু নয়।এসবের কোন গুরুত্ব নেই।