January 12, 2025

সাহস থাকলে ওয়ান টু ওয়ান বসুন, মোদিকে চ্যালেঞ্জ মমতার

1 min read

 সাহস থাকলে ওয়ান টু ওয়ান বসুন, মোদিকে চ্যালেঞ্জ মমতার

তৃণমূল তোলাবাজের দল। সব জায়গায় তারা তোলাবাজি করে। বিজেপির সর্বস্তরের নেতাকর্মীরা এই অভিযোগ প্রতিদিন করছেন। বারবার তোলাবাজি এবং সিন্ডিকেট ইস্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাঁরা। রবিবার ব্রিগেড ময়দানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভরা ব্রিগেডে এই ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তিনি। মোদির বক্তব্যে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি প্রভৃতি অভিযোগ বারবার এসেছে। ঠিক সেই সময় শিলিগুড়িতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।মিছিলের পর সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপিকে ব্যাপক আক্রমণ করেছেন মমতা। এদিন তিনি প্রধানমন্ত্রীকে তোলাবাজ বলেছেন নাম না করে। সেইসঙ্গে বিতর্কে বসার জন্য চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। এদিন মমতা বলেন,” সব কিছু বিক্রি করে দিচ্ছ। রেল, সেইল, এয়ার ইন্ডিয়া, লালকেল্লা, ডিফেন্স, বিএসএনএল সমস্ত বিক্রি করছ। রেল, সেইল বিক্রি করে কত তোলাবাজি হয়? তোমরা দুর্নীতিগ্রস্ত।

চোরের মায়ের বড় গলা। এই তোলাবাজ বিজেপিকে বিদায় করতে হবে। সিন্ডিকেটের কথা বলছ! আমাকে মুখ খুলিয়ো না। কোটি কোটি টাকার ব্যাপার তোমাদের”।এভাবেই তিনি প্রধানমন্ত্রী তথা বিজেপিকে নিশানা করেছেন। সেই সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,” ওয়ান টু ওয়ান বিতর্কে বসুন। যেখানে খুশি বসুন। চ্যালেঞ্জ করলাম”। অর্থাত্‍ এটা পরিষ্কার একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চিও জমি ছাড়তে চান না বিজেপিকে। অফেন্স ইজ দ্যা বেস্ট ডিফেন্স, সেটা মেনেই যেন তিনি এদিন তীব্র নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে।এভাবেই এদিন নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন মমতা। এদিন মমতার সভায় ব্যাপক জনসমাগম হয়। স্বাভাবিকভাবেই সেই বিষয়টি তৃপ্ত করেছে তাঁকে। এর পাশাপাশি গত ১০ বছরে তৃণমূল সরকার উত্তরবঙ্গ জুড়ে কী কী উন্নয়ন করেছে, সেই ফিরিস্তি তুলে ধরেছেন মমতা।

এদিন মমতার বক্তব্যের প্রতিটি পরতে পরতে ছিল মোদি বিরোধিতা। গ্যাসের সিলিন্ডার সহ কেন পেট্রোপণ্যের দাম এত বেড়েছে, সেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন মমতা। তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন,” রাজ্য সরকার বিনা পয়সায় চাল দিচ্ছে। আর ৯০০ টাকায় গ্যাস কিনে সেই চাল ফোটাতে হচ্ছে। কেন এত টাকা দিয়ে মানুষ গ্যাস কিনবে? তাই প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছি, আপনার দাম কত? বিনা পয়সায় গ্যাস দিতে হবে আপনাকে। যদি আপনি বিনা পয়সায় গ্যাস মানুষকে না দেন, তাহলে বিজেপিকে কেউ ভোট দেবেন না। আমি এই ইস্যুতে আন্দোলন করে যাব।আমি সবসময় রাস্তায় নেমে আন্দোলন করি। আমি একজন স্ট্রিট ফাইটার, সেটা ভেবে আমার গর্ব হয়। লজ্জা হয় না, সব কিছু বিক্রি করে দিচ্ছ। এবার দেশ বিক্রি করে দেবে। ভারতের নাম পাল্টে নিজের নামে করে দেবে। শুনে রাখো, বাংলায় পরিবর্তন হবে না। দিল্লিতে পরিবর্তন হবে। পাঁচ রাজ্যে নির্বাচন হচ্ছে। সব জায়গায় তোমরা হারবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *