December 26, 2024

নদী বাঁচাও কমিটির আন্দোলনের জেরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন শ্রীমতি নদীর সংস্কারে উদ্যোগী হল

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর--অবশেষে কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির দীর্ঘ দিনের আন্দোলনের জেরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি শ্রীমতি নদীর সংস্কারের কাজ শুরু করার উদ্দোগ গ্রহণ করলো।কালিয়াগঞ্জ শহরের উপরদিয়ে এক সময় বয়ে যাওয়া শ্রীমতি নদী দীর্ঘ দিন ধরেই মৃতরায়।মজে যাওয়া ও পলি জমে যাওয়া শ্রীমতি নদীর সংস্কার করে সারা বছর যাতে জল থাকে ও তার দুইপাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা যায় সেই দাবি করেছিল কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নদী ও পরিবেশ বাঁচাও কমিটির পক্ষ থেকে উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকে একটি স্মারক লিপি দেওয়া হয়।যাতে উল্লেখবকরা হয়েছিল এই নদী সংস্কারের কাজ একশো দিনের কাজের অন্তরভুক্তভ করে সংস্কার করা হলে এলাকার জবকার্ড হোল্ডাররা যেমন সারা বছর ধরে কাজ পেতে পারবে তেমনভাবে নদীর দুইপারের মৎসজীবীরাও তাদের জীবিকায় পুনরায় ফিরে এসে জীবিকা নির্বাহ করতে পারবে।জেলা শাসক নদী ও পরিবেশ বাঁচাও কমিটির দাবির সাথে সম্মত হয়ে তাদের দাবি মেনে নেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নদী ও পরিবেশ বাঁচাও কমিটিকে জেলা শাসক চিঠি দিয়ে জানিয়ে দেন তাদের দাবি মেনে খুব শীঘ্রই একশো দিনের কাজের মাধ্যমে শ্রীমতি নদীর সংস্কারে হাত দেওয়া হবে।সেইমত সোমবার দুপুরে মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের উত্তর দিনাজুপুর জেলার নোডাল অফিসার শুভ্রজিৎ গুপ্তের নেতৃত্বে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন কুমার ধারা,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা, সহ-সভাপতি তপন দেব সিংহ অনন্তপুর এলাকায় গিয়ে শ্রীমতি নদীর তীরবর্তী বেশ কিছু এলাকা পরিদর্শন করে।সোমবার জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পরিদর্শনের পর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন কুমার ধারা বলেন কালিয়াগঞ্জের অর্ধ নৃতা শ্রীমতি নদীর নাব্যতা ফিরে আনতে একশো দিনের কাজের মাধ্যমে নদী থেকে প্রথমে পলি তোলার কাজ শুরু করা হবে।সারা বছর যাতে শ্রীমতি নদীতে জল ধরে রাখা যায় সেই ভাবে কাজ হবে।কিছু মানুষ অবৈধ উপায়ে শ্রীমতি নদীতে চাষ আবাদ করায় নদীকে অকেজো করে রেখেছে।জেলার মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের উত্তর দিনাজপুরের জেলা আধিকারিক শুভ্রজিৎ গুপ্ত বলেন রাজ্য সরকার রাজ্যের সমস্ত মজে যাওয়া নদীগুলোকে সচল করবার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে একশো দিনের কাজের মাধ্যমে।কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর সংস্কারের কাজকেও তারা অগ্রাধিকার দিয়েছে।উত্তর দিনাজপুরের জেলা শাসক নদী সংস্কারের ব্যাপারে ভীষণ ভাবে উদ্দ্যোগ গ্রহণ করেছেন বলে শুভ্রজিত বাবু জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *