ক্ষুদিরাম ক্লাবের সাংস্কৃতিক প্রতিযোগীতার রূপসজ্জ্যায় পৃথা প্রথম
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ায় ক্ষুদিরাম ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩০তম জন্ম জয়ন্তী উপলক্ষে গত ২৭শে নভেম্ভর থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ ভিত্তিক রূপসজ্জ্যা প্রতিযোগীতায় কালিয়াগঞ্জের পৃথা রজক প্রথম স্থান দখল করে।
পৃথাকে আজ বুধবার পুরস্কৃত জরা হবে।জানা যায় পৃথা রজক রূপ সজ্জা ছাড়াও নৃত্য ও আবৃত্তিতেও যথেষ্টই মুন্সিয়ানার পরিচয় দিয়ে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে।