বর্তমানের কথার উদ্যোগে দুই দিনের ব্যাডমিন্টন প্ৰর্তিযোগীতা
1 min read
তন্ময় চক্রবর্তী––উত্তর
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে
প্রকাশিত বর্তমানের কথা পত্রিকার উদ্যোগে
দুইদিনব্যাপী ১২দলীয় অনুর্ধ ১৯
বছরের একটি ব্যাডমিন্টন প্ৰর্তিযোগীতার
আয়োজন করা হয় মহেন্দ্রগঞ্জ
বিস্কুট ফ্যাক্টরী কালী মন্দির মাঠে।
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে
প্রকাশিত বর্তমানের কথা পত্রিকার উদ্যোগে
দুইদিনব্যাপী ১২দলীয় অনুর্ধ ১৯
বছরের একটি ব্যাডমিন্টন প্ৰর্তিযোগীতার
আয়োজন করা হয় মহেন্দ্রগঞ্জ
বিস্কুট ফ্যাক্টরী কালী মন্দির মাঠে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার
উঠতি যুবকদের খেলার প্ৰতি আকর্ষণ
বাড়াতেই এই উদ্দোগ নেওয়া
হয়েছে বলে পত্রিকার সম্পাদক
তপন চক্রবর্তী জানান।বৃহস্পতিবার
ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা
অনুষ্ঠিত হবে বৈকাল ৪টায়।খেলাকে
ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ
উদ্দীপনা দেখা যায়।
উঠতি যুবকদের খেলার প্ৰতি আকর্ষণ
বাড়াতেই এই উদ্দোগ নেওয়া
হয়েছে বলে পত্রিকার সম্পাদক
তপন চক্রবর্তী জানান।বৃহস্পতিবার
ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা
অনুষ্ঠিত হবে বৈকাল ৪টায়।খেলাকে
ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ
উদ্দীপনা দেখা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});