December 26, 2024

বর্তমানের কথা র উদ্দ্যগে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুনাল জুটি

1 min read


তন্ময় চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের ১৩নম্বর ওয়ার্ডে স্থানীয় বর্তমানের কথা পত্রিকা ও ডাটাপ্ৰ কম্পিউটার সেন্টারের উদ্যোগে দুইদিন ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগীতায় চ্যাম্পিযানের গৌরব অর্জন করে কুনাল জুটি।

বৃহস্পতিবার রাতে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন কালিয়াগঞ্জ পৌর সভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরী দত্ত দাম এবং কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ ব্যাবসায়ী সমিতির সম্পাদক তথা তৃণমূলের ১৩নম্বর ওয়ার্ডের বুথ কমিটির
 সভাপতি প্রকাশ কুণ্ডু।কমিশনার মঞ্জুরী দত্ত দাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বর্তমানের কথা পত্রিকা যেভাবে খেলাধুলার প্রসারে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে তা এক কথায় অভিনন্দন যোগ্য।বর্তমানের কথা যে
 ভাবে কালিয়াগঞ্জ সহ সমগ্র জেলার সমস্ত খবরাখবর তুলে ধরে আমাদের সমৃদ্ধ করছে তা এক কথায় প্রসংসার যোগ্য।মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির  সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন এই ধরনের উদ্যোগ এলাকার ক্রীড়ার ক্ষেত্রে সাফল্য আনবে 
বলে তিনি মনে  করেন।প্রকাশ কুন্ডু রানার্সের পুরস্কার তুলে দেন চারতলা  জুটি খেলোয়াড়দের হাতে। বর্তমানের কথা পত্রিকার সম্পাদক তপন চক্রবর্তী বলেন বর্তমানের কথা এর পূর্বেও পত্রিকার পক্ষ থেকে উত্তরবঙ্গের বেশ কিছু
 গুণীজনদের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দিয়েছেন।কলকাতার শিল্পী সমন্বয়ে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।সময় সুযোগ পেলে আবার তা করা হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুরদর্শন ও আকাশবাণীর সাংবাদিক তন্ময় চক্রবর্তী,শংকর গুপ্ত ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *