December 26, 2024

কলকাতা রামলীলা ময়দানে রাজ্য নদী ও পরিবেশ বাঁচাও কমিটির সদস্যদের সমাবেশ ও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর নদী ও পরিবেশ বাঁচাও কর্মীদের নিয়ে এই প্রথমবার কোলকাতাতে ধর্ণায় বসতে চলেছেন নদী ও পরিবেশ বাঁচাও কমিটির নেতৃত্বগন।আজ সবুজ মঞ্চের কলকাতা  অফিসে রাজ্য নদী বাঁচাও কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই বৈঠকে উপস্থিত ছিলেন সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত, যুগ্ম কনভেনর তুহিন শুভ্র মন্বল, অনুপ হালদার,জয়ন্ত বসু, শশাঙ্ক দেব,বিবর্তন ভট্টাচার্য প্রমুখেরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রাজ্য নদী কমিশন গঠন,নদী নীতি গ্রহন করা,নদী দূষণ রোধ,নদী ভাঙ্গন মোকাবিলা,রিভার রিফিউজি দের পুনর্বাসন,আন্ত:সীমান্ত নদী সমস্যা তুলে ধরা,আদি গঙ্গা সহ অন্য নদী ও খাঁড়ি সংস্কার ইত্যাদি প্রায় পনেরো দফা দাবী নিয়ে ধর্ণা ও মূখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার লক্ষ্যেই আজকের বৈঠক। সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটির অন্যতম যুগ্ম কনভেনর তুহিন শুভ্র মন্ডল বলেন সমগ্র রাজ্যের নদীর সাথে যুক্ত মানুষদের আগামী  আট ফেব্রুয়ারী কোলকাতার রামলীলা ময়দানে ধর্ণা কর্মসূচীতে যোগ দিতে আবেদন রাখছি।তার আগে ছয় ফেব্রুয়ারী কোলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স এবং কোলকাতা  বইমেলাতে এই সংক্রান্ত কর্মসূচী নেওয়া হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *