কুশমণ্ডি থানার অন্তর্গত নাহিট উচ্চ বিদ্যালয়কে দুই লক্ষ টাকার চেক প্রদান করলেন নাহিট উচ্চ বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক শ্রী ভবানন্দ সরকার
1 min readকুশমণ্ডি থানার অন্তর্গত নাহিট উচ্চ বিদ্যালয়কে দুই লক্ষ টাকার চেক প্রদান করলেন নাহিট উচ্চ বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক শ্রী ভবানন্দ সরকার
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার অন্তর্গত নাহিট উচ্চ বিদ্যালয়কে দুই লক্ষ টাকার চেক প্রদান করলেন নাহিট উচ্চ বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক শ্রী ভবানন্দ সরকার। প্রতিবছর নাহিট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্যে এই অনুদান বলে জানা গিয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে ২০১৯ সালে ভবানন্দ সরকার বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন এবং সে সময়ই তিনি এই অনুদানের কথা জানান।
করোনার কারণে এই প্রক্রিয়া আটকে থাকলেও গতকাল তিনি বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শেদ আলী আমীন ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সিরাজুল ইসলামের হাতে এই চেক তুলে দেন। শিক্ষক হিসেবে ভবানন্দ সরকার এলাকায় ছাত্র দরদী ও নিষ্ঠাবান হিসেবে পরিচিত। বিদ্যালয়ের শ্রেণীকক্ষেও তাঁর পাঠদান খুবই আকর্ষণীয় ও প্রাণবন্ত ছিল বলে জানান এলাকার কিছু প্রাক্তন ছাত্র।
কৃতী শিক্ষার্থীদের এই অনুদান প্রদানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীরা খুবই আনন্দিত। বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক কৃষ্ণ বসাক জানান, “ভবানন্দবাবু বিদ্যালয়ের একজন সম্পদ ছিলেন। বিদ্যালয়ের প্রতি তাঁর ভালোবাসা ও আন্তরিকতা বরাবরই প্রশ্নাতীত। অবসর গ্রহণের পরেও এই অনুদান প্রদান আবার প্রমাণ করল যে, তিনি বিদ্যালয়কে নিয়ে কতটা ভাবেন। আমি তাঁর এই কর্মকাণ্ডে ভীষণভাবে অনুপ্রাণিত।”