January 13, 2025

কালিয়াগঞ্জ এ বিজেপির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

1 min read

কালিয়াগঞ্জ এ বিজেপির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

তনময় চক্রবর্তী ভোটের দিন যতই এগিয়ে আসে ততই যেন রাজনৈতিক দলগুলোর উত্তাপ বেড়েই চলছে ।কখনো শাসক দলের জনসভা ।কখনো বিরোধীদের পরিবর্তন যাত্… কখনো আবার জনসভা। এই নিয়েই এখন যখন রাজ্য রাজনীতি সরগরম হয়ে পড়েছে ঠিক তখন দেখা গেল কালিয়াগঞ্জ এ বিজেপির পরিবর্তন যাত্রা সভামঞ্চে নয় একেবারে দর্শক আসনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

হ্যা ভাবছেন এটা কি সত্যি সত্যি । কিন্তু সবাইকে অবাক করে দিয়েএকদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাগজের মুখোশ পড়ে অবিকল প্রধানমন্ত্রীর মতো করেই বসে থাকতে দেখা গেল তিনজন নরেন্দ্র মোদির বিজেপি সমর্থকদের।  সভা মঞ্চ থেকে যারা যারা বক্তব্য রাখছিলেন তাদের সাথে তাল রেখে কখনো হাততালি দিচ্ছিলেন তারা আবার কখনো ঠিক বলেছেন ঠিক বলেছেন বলে নিজেদের মধ্যে শলাপরামর্শ করতে দেখা গেল তাদের। বাংলার ভোট উৎসব যে একটা আর পাঁচটা উৎসবের মতই তা কিন্তু আচ  পাওয়া গেল আজ কালিয়াগঞ্জ এর শিমুলতলায় বিজেপির পরিবর্তন যাত্রা সভাস্থল থেকেই। একঘেয়েমি প্রচার এ নয় স্বয়ং এই তিনজন প্রধানমন্ত্রীর মুখোশ পড়ে একেবারে দর্শক আসনে বসে আজ যেন সবার মঞ্চ স্থলের আকর্ষণটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তাদের সাথে কথা বলে জানা যায় তারা এমন ভাবেই মুখোশ পড়ে তারা বিভিন্ন জায়গায় ভারতের প্রধানমন্ত্রীর হয়ে প্রচার করছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কার্যকলাপ সম্বন্ধে জনসাধারণের সঙ্গে কথা বলছেন। স্বভাবতই আজকে বিজেপির শিমুলতলা মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতি অনেকটাই আকর্ষণ এর কেন্দ্রবিন্দু ছিল এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *