হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের মহম্মদ বক্স হাই স্কুলে পালিত হল গ্রাম সংযোগে প্রশাসন অনুষ্ঠান
1 min read
জয়দেব গোপ চোপড়া: শনিবার চোপড়ার ১নং হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের মহম্মদ বক্স হাই স্কুলে পালিত হল গ্রাম সংযোগে প্রশাসন অনুষ্ঠান। নানা বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহার উদ্দিন, চোপড়ার বি,ডি,ও জুনেইদ আহমেদ ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েত প্রধান আবিনা টুডু, উপপ্রধান সাকির আহমেদ সহ অন্যান্য প্রতিনিধিরা।