দুস্থ গরিব ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণ করলেন দাসপাড়া হাই স্কুলের শিক্ষক টুপাই ঘোষ
1 min read
জয়দেব গোপ চোপড়া: শনিবার চোপড়ার দাসপাড়ায় এলাকার দুস্থ গরিব ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণ করলেন দাসপাড়া হাই স্কুলের শিক্ষক টুপাই ঘোষ। এদিন এলাকার কয়েকটি স্কুলের মোট ১৫০জন ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
শিক্ষক টুপাই ঘোষ জানান, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার ছাত্র ছাত্রীদের সহযোগিতায় এলাকার দুস্থ গরিব পঞ্চম থেকে দশম শ্রেণীর ১৫০জন ছাত্র ছাত্রীকে নতুন বই দিয়েছি। সরকার ছাত্র ছাত্রীদেরকে যে বই গুলো দেয়না আমরা সেই বই গুলো আজকে ছাত্র ছাত্রীদেরকে দিয়েছি যেমন, ইতিহাস,ভূগোল,জীবন বিজ্ঞান,ভৌত বিজ্ঞান,বাংলা,ইংরেজি সহায়িকা এবং বাংলা ব্যাকরণ,ইংরেজি গ্রামার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজকে দাসপাড়া হাই স্কুল, ধন্দুগছ জুনিয়ার হাই স্কুল এবং বাচ্চামুন্সি গার্লস ও মদনগছ হাই মাদ্রাসার দুস্থ গরিব ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণ করা হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});