বিন্নাগুড়ির সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ
1 min read
আশীষ ভট্টাচার্য-ধুপগুড়ি--রবিবার জলপাই গুডি জেলার বিন্নাগুডি সেনা ছাউনি তে প্রাক্তন সৈনিক দের সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিন্নাগুডি আর্মি পাবলিক স্কুলের অডিটোরিয়ামে। জলপাই গুডি কোচবিহার আলিপুরদুয়ার দাজিলিঙ জেলা থেকে এক হাজার প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৈনিক দের লাইফ সার্টিফিকেট পেনশন পরিবারের প্রতিবন্ধীদের সারা জীবন পেনশন প্রদান প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
২০১৫ সালে গ্রেনেট বিস্ফোরণে প্রণব কুমার পাহাড়ীর একটা হাত নষ্ট হয়ে যায় তাঁর হাতে স্কুটির চাবি তুলে দেন ব্রিগেডিয়ার পঙ্কজ সিং।চলা ফেরা করতে অক্ষম সৈনিক নায়েক সুকান্ত মন্ডল কে একটি হুইল চেয়ার ও স্বামী মৃত তিন সৈনিকের বিধবা স্ত্রী মিতু লামা -মাইলী ছেত্রী- ধুরবা মায়া যোগীনিদের হাতে উপহার তুলে ব্রিগ্রেডিয়ার পঙ্কজ সিং। অনুষ্ঠান শেষে আসামের চেরো নৃত্য ভাংড়া গাড়োয়ালি নৃত্যে মুখরিত হয় প্রাঙ্গণ।
দুপুরে মধ্যাহ্ন ভোজনের সুব্যবস্থা করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});