ডোমনহারের নুরুল হাসান দক্ষিন দিনাজপুর কংগ্ৰেস ওয়াকারসএর যুব সভাপতির দায়িত্ব পেলেন
1 min read
তন্ময় চক্রবর্তী--দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ডোমনাহার গ্রামের নুরুল হাসান দক্ষিণ দিনাজপুর জেলার কংগ্রেস ওয়ার্কাসের যুব সভাপতির পদে নিযুক্ত হলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রদেশ কংগ্রেস ওয়ার্কার্স এর যুব সভাপতি সুপ্রদিপ সেনের হাত থেকে প্রদেশ কংগ্রেস ওয়াকারস এর যুব সহ সভাপতি তথা প্রদেশ কংগ্রেস ওযাকারস এর সোস্যাল মিডিয়া ইনচারজ মোহাঃ মামুন রেজা জানান অতিসত্বর নুরুল কে প্রদেশ কংগ্রেস ওয়কারস এর সহকারী সোস্যাল মিডিয়া সেল ইনচারজ এর দায়িত্ব দেওয়া হবে।
মামুন রেজা আরো জানান প্রদেশ কংগ্রেস ওযাকারস এর youth advisor তথা বিধায়ক মিল্টন রসিদ আজকে কোলকাতা তে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সাথে বৈঠক করেছেন।সোমেন মিত্র জানান আমাদের সব ধরনের সহযোগিতা করবে । এবং আমাদের organization er সমস্ত সদস্য দের নিয়ে আমরা সোমেন মিত্রের সাথে দেখা করতে যাবো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});